কে বলবে তাঁর বয়স নাকি বিরাশি! এখনও বলিউডের যে কোনও অ্যাকশন হিরোকে অনায়াসে দশ গোল দিতে পারেন অমিতাভ বচ্চন! বয়স শুধুই একটা সংখ্যা, এই কথাটা অমিতাভ বচ্চনের জন্য পুরোদস্তুর প্রযোজ্য। রুপোলি পর্দায় তিনি খ্যাতির শীর্ষে পৌঁছন অ্যাকশন হিরো হয়েই। জনজির, ‘রোꦺটি কপড়া অউর মাকান’, ‘দিওয়ার’, ‘ডন’ থেকে ‘অগ্নিপথ’- তালিকাটা অজস্র ছবির। অ্যাংরি ইয়াং ম্যানের বয়স তাই খাতায় কলমে আশি পার করলেও মনের আগুনে কম❀তি নেই।
কৌন বনেগা ক্রোড়পতি ১৬-তে সম্প্রত🐟ি ধরা পড়েছে সেই ছবি। প্রবীণ অভিনেতা সℱম্প্রতি একজন তরুণ প্রতিযোগী কীভাবে তাইকোন্ডো কিক শিখেছেন তা গভীর আগ্রহ নিয়ে দেখছিলেন, এবং তিনিও এটি করতে পারেন কিনা তা চেষ্টা করতে এগিয়েও যেন অনায়াসে।
অমিতাভের তাইকোন্ডো কিক
এক্স-এ শেয়ার করা পর্বের একটি ক্লিপে, ৮২ বছর বয়সী তারকাকে তไার আসন থেকে নেমে এক খুদে প্রতিযোগীকে তাইকোন্ডো কিক করে দেখাতে বলেন। প্রথমে মেয়েটি দাদুর বয়সী অমিতাভের মুখের সামনে লাথি ছুড়তে দ্বিধা বোধ করেছিল, শাহেনশার লেগে না চায়, সেই নিয়েও চিন্তা ছিল তাঁর। তবে জোরাজুরিতে শেষমেষ রাজি হয় সে।
অমিতাভ মুগ্ধ হয়ে জানতে চাইলেন, কী ভাবে এটা করলেন তিনি। মেয়েটি দেখিয়ে দিল যে প্রথমে হাঁটু উপরে তুলতে হবে এবং তারপরে লাথি মারতে হবে। অমিতাভ তৎক্ষণাৎ চেষ্টা করেছিলেন, একটি চিত্তাকর্ষক কিক দিয়েছিলেন, যা দর্শকদে♑র কাছ থেকে উচ্চস্বরে উল্লাস অর্জন করেছিল।
ভক্তদের প্রতিক্রিয়া
ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত বলেছিলেন, ‘বাহ! ৮২ বছর বয়সেও তিনি এতটাই ফিট!’ ‘আরেক ভক্ত মন্তব্য কর🐈েছেন, ‘বিগবি প্রমাণ করেছে এই বয়সেও তিনি এখনও অপরাজেয়। ওর ফিটনেস দেখুন! ৮২ বছর বয়সে কী এনার্জি আর ফিটনেস লেভেল! এটা মন ছুঁয়ে যাওয🐻়ার মতো!’
এদিকে আরেক ভক্ত উদ্বেগ প্রকাশ করে লিখেছে꧙ন, ‘এটা প্রশংসার যোগ্য। তবে তাকে সব সময় স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। এটি আমাকে বেশ কয়েক বছর আগে মনে করিয়ে দেয় যখন তিনি তার এক সহ-অভিনেতার দ্বারা অসাবধানতাবশত গুরুতর আহত হয়েছিলেন’। প্রায় ৪০ বছর আগে বেঙ্গালুরুতে 'কুলি'র জন্য পুনিত ইসারের সঙ্গে একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে কার্যত মৃ্ত্যুর ম🦩ুখ থেকে ফিরেছিলেন অমিতাভ।
কাজের ক্ষেত্রে অমিতাভকে শেষ দেখা গিয়েছিল ভেট্টাইয়াঁ ও কল্কি ছবিতে । ভেট্টাইয়ানে তিন দশক পর রজনীকান্তের সঙ্গে পর্💫দায় কাজ করেন তিনি। দশেরা উপলক্ষে ১০ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর তাঁকে দেখা যাবে ঋভু দাশগুপꦕ্তের কোর্টরুম ড্রামা 'সেকশন ৮৪'-এ।