বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Bhattacharya: হুমকি,মানসিক অত্যাচার,হেনস্তার অভিযোগ অনির্বাণের বিরুদ্ধে! ছিছিকার নেটপাড়ায়

Anirban Bhattacharya: হুমকি,মানসিক অত্যাচার,হেনস্তার অভিযোগ অনির্বাণের বিরুদ্ধে! ছিছিকার নেটপাড়ায়

 অনির্বাণ ভট্টাচার্য। (ছবি সৌজন্যে - রণিত সরকার)

‘আমাদের আগাছার মতো ট্রিট করে গিয়েছে’- অনির্বাণ ভট্টাচার্যের ফেসবুক পেজে লম্বা পোস্ট অ্যাডমিনের। অভিনেতার বিরুদ্ধে আনা হল বিস্ফোরক অভিযোগ। 

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক অনির্বাণ ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, গান- অনির্ব💞াণের প্রশংসক সংখ্ꦜযা অজস্র। তবে অনির্বাণের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনল তাঁর ঘনিষ্ঠজন! অভিনেতার ভ্যারিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিনের তরফে অনির্বাণের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঘিরে সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার বিরুদ্ধে রীতিমতো ‘ছিছিকার’ শুরু হয়ে গিয়েছে।

সুদীর্ঘ পোস্টে লেখা হয়েছে ২ꦫ০১৮ সালে ওই পেজের সফর শুরু হয়েছিল। যখন ওই পেজটির দায়িত্ব অ্যাডমিন নেয়, সেইসময় অনির্বাণের পেজের ফলোয়ার সংখ্যা ছিল মাত্র ৪০০। এরপর ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রমের জেরে আজ অনির্বাণের ওই পেজের ফলোয়ার সংখ্যা দশ লক্ষাধিক।

পোস্টে লেখা হয়েছে, ‘… আমরা ছিলাম ওঁর (অনির্বাণের) গুণগ্রাহী। চেয়েছিলাম ওঁর জন্য এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উনি তাঁর ভক্তদের সঙ্গে আলাপচারিতা সারতে পারেন। নি🥂জের উদ্যোগে এই পেজ ভেরিয়ফাই করি। লাফিয়ে বাড়তে থাকে ফলোয়ার সংখ্যা। কিন্ত দুঃখজনক ব্যাপার হল যার জ﷽ন্য এত কিছু সেই মানুষটি আমাদের আগাছার মতো ট্রিট করে গিয়েছে।’

এই ভ্যারিফায়েড পেজের মহিলা অ্যাডমিন প্যাಞনেলের পক্ষ থেকে এমনটাও জানানো হয়েছে অনির্বাণের সঙ্গে এই পেজ সংক্রান্ত কোনও চুক্তি কোনওদিনই হয়নি তাঁদের। তাই অনির্বাণ কোনওদিন অ্যাডমিনদের একটা পয়সাও দেননি। এখানেই থামেননি তাঁরা। অ্যাডমিনের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয় এক প্রথমসারির প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও। যাঁদের সঙ্গে বর্তমানে চুক্তিবদ্ধ অনির্বাণ। পোস্টে লেখা হয়েছে, 'শীঘ্রই তাঁর সমস্ত কাজ, প্রচার এই অফিসিয়াল প্ল্যাটফর্মে ক্রস-প্রমোশন করা শুরু হল। যার সরাসরি নির্দেশ আসত ওই সংস্থার কর্মীদের থেকে। সেই নির্দেশের ধরন শুরুতে ছিল 'প্লিজ এটা পোস্ট করে দা🍨ও', পরে তা বদলে হয়ে যায়, 'এক্ষুনি পোস্ট কর, না করলে লিগাল অ্যাকশন নেবো।'

অনির্বাণের ওই পেজের অ্যাডমিন দাবি করেছেন, হুমকি দিয়ে কাজ করানো হয়🌠েছে তাঁদের। তাঁদের অভিযোগ অতিমারীর পর যখন অনির্বাণ ‘পেইড প্রমোশন’ করবেন বলে ঠিক করেন তখন তিনি এও জানান প্রধান অ্যাডমিনকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন। কিন্তু অ্যাডমিনের কথায়, 'কিন্তু ধীরে ধীরে তিনি সব ভুলে গেলেন। আমাদের জোর করে পয়সা রোজগারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু হল। পা🍒ল্টা আমাদের অধিকার কেড়ে নেওয়া হল।' অনিবার্ণের ইনস্টাগ্রাম পেজটিও তাঁর হাতেই গড়া জানান অভিযোগকারিনী। তবে সেটির অধিকার না জানিয়েই ইতিমধ্যে কেড়ে নেওয়া হয়েছে, এই ঘটনার পিছনে সেই প্রযোজনা সংস্থার হাত রয়েছে যার সঙ্গে চুক্তিবদ্ধ অনির্বাণ, এমনটাই অভিযোগ।

নিজের পরিচয় ফাঁস করেননি অ্যাডমিন। তবে তিনি যে মহিলা সেটি স্পষ্ট করেন,♛ পাশাপাশি জানান, এই মুহূর্তে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু প্রয়োজনে সামনে আসবেন তিনি। মানুষজন অনির্বাণকে বা তাঁর শিল্পকে বয়কট করুক এমন দাবিও রাখেননি, তবে তাঁর বক্তব্য- ‘আমরা সকলকে জানাতে চাইছি, আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমা🦂দের ক্রমাগত হেনস্তা করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং অন্যায় আচরণ করা হয়েছে’।

এই ব্যাপারে অনির্বাণ কোনওরকম কথা না বলে তাঁদের ব্লক করে দিয়েছে বলে জানিয়েছেন ফেসবুক পেজের ম🌌হিলা অ্যাডমিন। এই ব্যাপারে অনির্বাণের বক্তব্য জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে বারংবার যোগাযোগের চেষ্টা করা হয় অভিনেতার সঙ্গে। অভিনেতার ফোন বেজে গেলেও ওপার থেকে কোনওরকম উত্তর আসেনি। অপর এক সংবাদমাধ্যমকে একবাক্যে অর্নিবাণ জানান, ‘এ ব্যাপারে আমার কিছু রিপ্লাই দেওয়ার নেই’।

যদিও সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তুলকালাম। ওই পোস্ট হু হু করে ভাইরাল। কমেন্ট বক্সে ছিছিকার অভিনেতার নামে। সকলেই বলছেন, ‘অভিযোগ সত্যি🐎 হলে এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয়’।

বায়োস্কোপ খবর

Latest News

মহারাষཧ্ট্রে কীভাবে ঘুঁটি সাজিয়েছিল আরএসএস? নেপথ্যে এক প্রাক্তন ইঞ্জিনিয়ার ৬৮টি আসনে পুরুষদღের থেকে বেশি ভোট মহিলাদের, এই সꦿমীকরণেই ঝাড়খণ্ডে জয় হেমন্তের? কালরাত্রিতে দাদার বউয়ের সঙ্গে ঘনিষ্ঠ সৌমিতৃষার ব𒅌র, তারপর হল খুন, উত্তেজনা টানটান ১৯৮৬-𓃲র পর আবার একবার এমনটা ঘটল! একাধিক নজির গড়ল রাহুল-যশꦺস্বীর ওপেনিং জুটি উপনির্বাচনে জামানত জব্দ হল বাম–কংগ্রেসের, ৬টি কেন্দ্রেই রাজনৈতিক প্রত্যাখ্য🔴ান হাড়োয়াতে ৭৬ শতাংশ, বাকি কেন্দ্র♈ে কত ভোট পেꦿল তৃণমূল ওয়েনাডে দাদা রাহুলের🦄 জয়ের ব্যবধান ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা, আবেগঘন পোস্টে বললেন.. হলুদ, নিম খেয়ে ক্যানসার সারার সিধুর বক্তব্য💮 খণ্ডন টাটা মেমোরিয়ালের চিকিৎসকদের 'আসল শিবসেনা কো🐓নটি, তা বুঝিয়ে দিয়েছে মানুষ', ৫৬ আসনে জিত🌃তেই আক্রমণাত্মক শিন্ডে ‘প্রত্যেক চুমুর আলাদা আলাদ𒅌া আবেগ আছে…’, ঠোঁটে ঠোঁট! বিশেষ দিনে আবেগঘন অপরাজিতা

Women World Cup 2024 News in Bangla

ꦫAI দিয়ে মহিলা ক্রিকেটার💮দের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা 📖একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-স🧔হ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 🍃বিশ্বকাপ জেতালেন এই তারক🃏া রবিবারে খে꧋লতে চান না বলে টেস্ট ꧂ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ𝐆্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? ট🔜ুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান🌱্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC ꧂T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দ♑ক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমꦐন-স্মৃতি🐭 নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খে🌜লেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লে💞ন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.