সত্যি কথা সোজাভাবে বলতে বিন্দুমাত্র দ্বিধা করেဣন না তিনি। অভিনেতা হলেও পর্দার বাইরে লোকদেখানো নাটক করাতে তাঁর বেজায় আপত্তি। মানুষ হিসাবে তিনি 'খাঁটি', তাই স্পষ্ট কথাতে তাঁর কষ্ট নেই। সিনেমার ফ্লপ হলেও কোনওদিন সেটা হিট হয়েছে, এত টাকার ব্যবসা করেছে বলে মিথ্যে দাবি করার পক্ষপতী তিনি যেমন নয়। তেমনই নিজে পাপারাৎজি ডেকে, যেন কিছুই জানতেন না, সেই নাটকেরও এক্কেবারেই পক্ষপাতী নন তিনি।
সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎজি ডেকে অঙ্কুশ যা বললেন, তাতে তিনি বেশ𒆙 বুঝিয়ে দিলেন, অনেক অভিনেতাই আসলে ঠিক কী নাটক করেন। ঠিক কী ঘটেছে?
দুবাই-তে বিজ্ঞাপনের শ্যুটে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এসে হাজির হয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। গাড়ি থেকে নামতেই পাপারাৎজি অভিনেতাকে জিগ্গেস করলেন, 'হ্যালো দাদা, কেমন আছো?' ঠিক তখনই টলিউড অন লাইনের ক্যামেরা দেখে অঙ্কুশ 'কুল মুডে' এসে বললেন, ‘দ্যাখ, তোরা আসবি আমি জানি, কিন্তু আমি বুঝতে দেব না যে তোরা আসবি আমি জানতাম। ঠিক আছে? আমার পিআর টিমই তোদেরকে ফোন করেছে। সত্যি কথা বল, মিথ্যে কথা বলবি না কিন্তু?’ উত্তর এল, ‘একদম।’ এরপর অঙ্কুশ বললেন, ‘এবার নাটক দেখ…’ গাড়ির কাছে এগিয়ে গিয়ে বললেন, ‘অ্যকশন বল’। আর অ্যকশন বলা হতেই যেন কিছুই জানেন না, এমন একটা ভাব করে অঙ্কুশ বললেন, ‘তোরা কী করে জানতে পারিস বলতো আমি যাচ্ছি! আℱমি এত্ত ফেমাস না মানে… ’ বলে হাসতে লাগলেন। যাক গে, শরদীয়া শুভেচ্ছা অনেক।
এরপরে অনুরোধ এল, দাদা একটা 'গেস হু'… ওমনি অঙ্কুশ বললেন, ‘অবশ্যই, দাঁড়া…’ বলেই লাফাতে লাফাতে পিছনে ফিরে চলে 🦩গেলেন…।
অঙ্কুশের এই ভিডিয়ো টলিউড অন লাইনের সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘ওঁর সততা..ওঁর মুখেই লেগে রয়েছে…।’ কেউ লিখেছেন, ‘কারোর তো অন্তত ধক আছে, আসল সত্যিটা বলার…’। কেউ লিখলেন, ‘সেরা সেরা, আসল সত্যি𝄹 প্র🐬কাশ হল…।’ কারোর মন্তব্য, ‘দারুণ দিয়েছো অঙ্কুশ দা, সেরা সেরা….।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে🌠ই প্রকাশ্যে নিজের মতামত ব্যক্ত করতে দ্বিধা করেননি অঙ্কুশ। পথেও নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তাঁকে। আবার তাঁর প্রযোজিত ছবি যখন বক্স অফিসে লসে রান করেছে, তখনও তিনি নিজের ছবি অনেক 🤡ব্যবসা করেছে বলে মিথ্যে দাবি করেননি, সত্যিটাই প্রকাশ্যে জানিয়েছেন। অঙ্কুশের শেষ প্রযোজিত ছবি হল ‘মির্জা’। তবে তাঁর সেই ছবি অবশ্য বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে।