ক্যাফেতে বসে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন অনুপম রায়। এটা কি🦋 কোনও লাইভ শো? না। শ্রোতাও তো কেউ নেই,𝔍 তবে! আছে, আছে একটা বিশেষ কারণ আছে। বড়দিনে গুণমুগ্ধদের জন্য নয়া চমক আনছেন তিনি।
পুজোর ঠিক মুখেই মুক্তি পেয়েছিল দশম অবতার। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে বাইশে শ্রাবণ ছবির প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চি দার বিজয় পোদ্দারকে দেখা গিয়েছিল, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে। এই ছবিরই অন্যতম রোম্যান্টিক ট্র্যাক হল বাউন্ডুলে ঘুড়ি। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি মুক্তি পেতেই দারুণ জনপ্রিয়তা অর্জন করে। মিষ্টি লিরিক্স আর কলকাতার আদুরไে প্রেমে মজে যায় আপামর বাঙালি। এবার সেই গানেরই নতুন ভার্সন আনছেন অনুপম রায়।
অনুপম রায়ের গাওয়া বাউন্ডুলে ঘুড়ি গানটির নয়া ভার্সন
দশম অবতার ছবির বাউন্ডুলে 🔥ঘুড়ি গানটি ইতিমধ্যেই ইউটিউবে লক্ষাধিক বার শোনা হয়েছে। সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে এটি প্রায় ৭ মিলিয়ন বার শোনা হয়েছে। দর্শকদের থেকে তুমুল ভালোবাসা পেয়েছে গানটি। তবে এবার এটিকেই নতুন রূপে আনছেন অনুপ♊ম।
আরও পড়ুন: ‘গ্যাংস্টার’ কৌশিকের মু🐼খোমুখি অঙ্কুশ, শিকারপুরের ⛄পর এবার কোন ছবিতে দেখা মিলবে এই জুটির?
শীতের শহরে কোথাও মন ভাঙছে, কোথাও মন জুড়ছে। আর এই ভাঙা গড়ার মাঝেই একটু মন༒ খারাপই ছোঁয়া রেখে ভালোবাসায় ভরাতে বাউন্ডুলে ঘুড়ির নতুন ভার্সন নিয়ে আসছেন অনুপম রায়, তাও বড়দিনে! এই গান অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসার বার্তা দেবে। গানটির রচয়িতা কী ভেবে গানটি বানিয়েছিলেন সেটাও ধরা পড়বে এখানে।
কী জানালেন অনুপম?
বাউন্ডুলে ঘুড়ির নতুন ভার্সন 🔴নিয়ে অনুপম বলেন, 'বাউন্ডুলে ঘুড়ি গ🔯ানটি ভীষণ পছন্দের। আমি এক গানের কম্পোজার ভার্সন নিয়ে আসতে পেরে দারুণ খুশি। এই নতুন ভার্সনে একটা ফ্রেশনেস আছে। এসভিএফ মিউজিকের হাত ধরে আমি সেটাই আমার ভক্তদের কাছে পৌঁছাতে প্রস্তুত।'