বর্তমানে তিনি দেশের সবচেয়ে সফল আর সবচেয়ে জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক। তা সত্ত্বেও এক্কেবারে মাটির মানুষ অরিজিৎ সিং। তাঁর আচরণ বরাবরই মুগ্ধ করে অনুরাগীদের। অবলীলায় তিনি স্কুটি চেপে ঘুরে বেড়ান, মুম্বই নয় নিজের শহর জিয়াগঞ্জে থাকেন। নিজের ছেলেদের স্কুলের বাইরে আর পাঁচ-জন সাধারণ অভিভཧাবকের মতো অপেক্ষা করেন। এবার যে কাণ্ড ঘটালেন অরিজিৎ সেটা বোধহয় একমাত্র তিনিই পারেন।
কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অরিজিৎ ও তাঁর স্ত্র🐽ী। ছেলে ও তাঁর বন্ধুরা মঞ্চে। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে মাইক বয়ে দিলেন অরিজিৎ, সেটি অ্য়াডজাস্টও করে দিলেন খুদেদের উচ্চতা অনুযায়ী। এরপর ছোট ছেলে আলির কাছে গিয়ে কিছু একটা বললেন, ঘাড় নেড়ে সে বুঝিয়ে দিল দরকার নেই। ফের নিজের কাজে মন অরিজিতের। সবুজ গালিচায় ছড়িয়ে থাকা তারগুল🌠ো ঠিক করলেন। কাজ মিটতেই স্টেজের পাশে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ, এটাই অরিজিৎ সিং!
এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হꦦয়ে গিয়েছে। অনেকের বক্তব্য, অরিজিৎ যে কতটা মাটির মানুষ, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল🍎। দেশের সংগীত জগতকে শাসন করার পরও মাটির মানুষ রয়ে গিয়েছেন। নেই কোনও অহংকার, নেই কোনও লোকদেখানো বিষয়।
অপর এক ভিডিয়োয় দেখা গেল ছেলে ও তাঁর বন্ধুরা মঞ্চে আবৃত্তি করছে- ‘আমার গল্পটা ফুরালো, নটে গাছটি 🦹মুড়ালো, কেন রে নটে মুড়োলি….'। এই অংশ আসতেই অরিজিৎ পুত্র সজোরে বলে উঠেন- ‘বেশ করেছি, তোর তাতে কী রে?’ ছেলের কীর্তি দেখে হেসে লুটোপুটো খেলেন অরিজিৎ এবং তাঁর স্ত্রী কোয়েল।
গায়কের পরনে সাদা টি-শার্ট আর কালো প্যান্ট। লাল-সাদা শাড়িতে সেজে কোয়েল। অনুষ্ঠান শেষে অরিজিৎ-কে বলতে শোনা গেল, ‘প্রথমবার দেখে নিলাম কী কী অসুবিধা হচ্ছে, স্পিকার-মাইক এগুলো আমরা পরেরবার থেকে আরেকটু ফিট করে রাখব, যাতে কারুর অসুবিধা না হয়। টেকনিক্যাল জিনিসগুলো আমাদের টিমকে অনুরোধ করছি একটু নোট ডাউন করে নিতে। 🉐যাতে পরেরবার (অনুষ্ঠান) আরও ভালো হয়’।
অরিজিৎ যে কতটা মাটির মান♛ুষ, সেই প্রমাণ আগে অসংখ্যবার মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেরকম একাধিক ভিডিয়ো। যে মানুষটা আজ ভারতের সংগীত জগতের সম্ভবত বেতাজ বাদশা, সবার ভিড⛄়ে তিনি এভাবে মিশে যেতে পারেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা বেশ মুশকিল।