অরিন্দম শীল (Ari෴ndam Sil) মানেই রহস্য রোমাঞ্চের ঝুলি। একটার পর একটা গোয়েন্দা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যেন সিদ্ধহস্ত হয়ে গেছেন পরিচালক। এর আগে তিনি ব্যোমকেশ, ফেলুদা দুই চরিত্রকেই তাঁর পরিচালনায় পর্দায় ফুটিয়ে তুলেছেন। এনেছিলেন শবর এবং মিতিন মাসিকেও। সদ্যই তাঁর পরিচালিত সিরিজ সাবাশ ফেলুদা মুক্তি পেয়েছে জি ফাইভে। এবার তিনি আবার নতুন করে মিতিন মাসিকে (Mitin Mashi) পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন।
সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে জঙ্গলে মিতিন মাসি (Jongol🐈e Mitin Mashi)। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির। নাম ভূমিকায় বরাবরের মতো থাকবেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ইতিমধ্যেই এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এবার পালা ছবির কাজ শুরুর। তার আগে অনুষ্ঠিত হয়ে গেল এই ছবি শুভ মহরতের অনুষ্ঠান।
আগেই ঘোষণা হয়েছিল এই ছবির ব্যাপারে। এবার পরিচালক নিজেই জানালেন যে এই ছবির শুভ মহরতের অনুষ্ঠান সম্পন্ন হল। একাধিক ছবি তিনি স✱োশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
অরিন্দম শীল জঙ্গলে মিতিন মাসি ছবির শুভ মহরতের ছবি শেয়ার করে লেখেন, 'এবার পুজোয় মিতিন মাসি, জঙ্গলে মিতিন মা꧙সি।' এই ছবি তৈরি হচ্ছে লেখিকার সারান্ডায় শয়তান গল্পটির অবলম্বনে। এই ছবির শ্যুটিং হবে ছোটনাগরপুর মালভূমি অঞ্চলের জঙ্গলে।
এবারের পুজো যে বাঙালির জন্য জমজমাট হতে চলেছে স🗹েটা বেশ বোঝা যাচ্ছে। একগুচ্ছ ছবি মুক্তি পাবে ওই সময়। পুজোয় মুক্তি পাচ্ছে দেবের (Dev) ব্যোমকেশ। পরিচালনায় বিরসা দাশগুপ্ত (Birsa Dasgup𝔍ta)। আসছে উইন্ডোজ প্রোডাকশন এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Ray) পরিচালনায় রক্তবীজ। মুখ্য ভূমিকায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তী (mimi Chakraborty)। এছাড়া সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ওই সময় একটি নতুন ছবি নিয়ে আসেন। সঙ্গে মিতিন মাসি তো রইলই। ফলে বুঝতেই পারছেন এবারের পুজো হবে পুরো ছবিময়।