অর্জুন রღামপালকে শেষবার কঙ্গনার সঙ্গে ধক্কড় ছবিতে দেখা🦄 গিয়েছিল। বক্স অফিসে এই ছবিটি চূড়ান্ত ভাবে অসফল হয়েছে। এই বড় বাজেটের ছবিটি কোনও মতে মাত্র ৩ কোটির মতো মোট ব্যবসা করতে সক্ষম হয়েছিল। অথচ সেই একই সময় মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। এতদিন পর অবশেষে অভিনেতা এই ছবির ভরাডুবি নিয়ে মুখ খুললেন।
হিন্দꦕুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'এটা ভীষণই ব্যয়বহুল🔯 ছবি ছিল একটি। ফলে এটা যখন বক্স অফিসে সাড়া পেল না, তেমন ব্যবসা করতে পারল না তখন অবশ্যই সেটা খারাপ লেগেছিল। আমার মনে হয় না ছবিটা এই ব্যবসা করার যোগ্য। আসলে মানুষ ওই সময়টা ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। মহামারির ভয় কাটিয়ে যখন মানুষ ছন্দে ফিরছিল তখনই এই ছবিটা মুক্তি পায়। হয়তো মানুষ তখন সিনেমা হলে যেতে ভয় পাচ্ছিলেন।'
তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'আসলে আমরা এটাও ঠিক বলতে পারি না। ভুল ভুলাইয়া ২ তো সেই সময় দারুণ🥂 ব্যবসা করেছিল। হয়তো আমরাই ভুল ছবি রিলিজ করে ফেলেছিলাম। আসলে প্রতিটা ছবিরই কিছু না কিছু ভবিতব্য থাকে। আপনাকে সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। এটাই বাস্তব। কিন্তু ছবিটা মুক্👍তি পেয়েছে আর আমি সেটার জন্য গর্বিত।'
অভিনেতা আরও বলেন বড় বাজেটের ছবিগুলোর উপর একটা চাপও থাকে যে বক্স অফিসে ভালো ব্যবসা করতে হবে। এরপর তিনি পাঠান ছবির প্রশংসা করে বলেন ইন্ডাস্ট্রির আরও এই ধরনের ছবি চাই⭕। বক্স অফিসে কোন ছবি কেমন ব্যবসা করল সেটা ভীষণই জরুরি।