অভিনেতা অক্ষয় কুমার শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে তার মজাদার জবাব দিয়ে দর্শকদের মন জিতলেন। নায়কের রসিক মেজাজ কারুর অজানা নয়। এদিনও একদম চেনা মেজাজে ধরা দিলেন নায়ক। বলিউড সহকর্মী অজয় দেবগনের সাথে এইচটিএলএস ২০২৪-এ হাজির হয়েছিলেন খিলাড়ি কুমার। আরও পড়ুন-বলিউডে সিকুয়েলের প্রবণতা কেন বাড়ছে? অবাক করা উত্তর দিলেন অᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্ষয়-অজয়
আলোচনা চলাকালীনই অক্ষয় আক্ষেপের সুরে জানান, আমাদের পলিটিক্স নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের কখনও সিনেমা নিয়ে প্রশ্ন করা ꦺহয়। এরপর হিন্দুস্তান টাইমসের চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরা তাঁকে আশ্বাস দিয়েছিলেন আজ দর্শকাসনে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সারতে পারেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে চলছিল জমজমাট কুইজ পর্ব। সব শেষে অজয় ও অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়, রাজনীতিবিদদের মধ্যে কে ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন, এমন প্রশ্নের জবাবে অক্ষয় কুমার দ্বিধা না করেই উত্তর দেন, 'অরবিন্দ কেজরিওয়াল'। হ্যাঁ, অভিনেতার মতে, আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্য়মন্ত্রী একজন ভালো অভিনেতা হতে পারেন। জবাব শুনে সকলে হো হো করে হেসে উঠেন, সঙ্গে করতালিতে ভরিয়ে দেন।
সেই✨ সময় অক্ষয় তড়িঘড়ি যোগ করেন, প্রশংসা করেই তিনি এই 🌊কথা বলেছেন।অজয় দেবগন এবং অক্ষয় কুমার এমনটাও জানান, রীতেশ দেশমুখ এমন এক অভিনেতা যিনি ভালো পলিটিশিয়ান হবেন।
অজয় দেবগন এদিন জানান, পরিচালক হিসাবে তাঁর পরবর্তী ছবিতে অক্ষয় কুমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন। তবে তিনি এই প্রকল্প সম্পর্কে আর কিছু বলতে রাজি হননি।ꦯ বলিউড আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন করা๊ হলে অজয় দেবগন বলেন, বলিউডে ঐক্যের স্পষ্ট অভাব রয়েছে। তবে অক্ষয়, তাঁর এবং তিন খানের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। জানাতে ভোলেননি অজয়। তিনি আরও বলেন, যে তাঁর মতো অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কে কী লেখা হচ্ছে তা নিয়ে মাথা ঘামান না।
অজয় বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা যে চার-পাঁচ শুরু করেছিলাম, যারা আজও টিকে রয়েছি, তাঁদের মধ্যে কিন্তু বন্ধুত্ব অটুট। আমরা স্ট্রাগল করেছি, সাফল্য দেখেছি, আমাদের কোনও ঝামেলা হয়নি। আমরা পরস্পরের পাশে রয়েছি। আমাদের ছবি একসঙ্গে রিলিজ করলে, আমরা আজও কথা বলি ফোনে, আলোচনা করি কীভাবে পরস্পরকে সাপোর্ট করব। কারণ ক্ল🍸্যাশ এড়ানোটা আমাদের হাতে থাকে না সবসময়।’
অক্ষয় কুমার এবং অজয় দ❀েবগন একমত হন যে তারা একজন রাজনীতিবিদ♒ বা নেতার ভাল কাজের প্রশংসা করেন তবে নেতিবাচক কোনও কিছুর জন্য তাদের এড়িয়ে যান।