‘অসুর’ সিরিজের প্রথম ভাগের জনপ্রিয়তার হাত ধরে আসছে ‘অসুর ২’। মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। শুক্ﷺরবার ২৬ মে এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। জিও সিনেমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই সিরিজের ট্রেলার। এই ওটিটি প্ল্🎀যাটফর্মেই দেখা যাবে এই আসন্ন সিরিজটি।
জিও সিনেমার তরফে এই সিরিজের ট্রেলার পোস্ট করে লেখা হয় 'মহাযুদ্ধ কাছে এসে গিয়েছে। কলিযুগকে এবার তার চরম সীমায় পৌঁছে দেওয়ার পালা। সেই সময় এসে গিয়েছে। অসুর এসে গিয়েছে। ভারতের সব থেকে বড় মাইথোলজিক্যাল থ্রিলার ইজ ব্যাক। অসুর ২ ট্রেলার মুক্তি পেল। জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে 💯এই সিরিজ। 🦋আগামী ১ জুন থেকে এই সিরিজ দেখা যাবে।'
এই সিরিজের পরিচালনা করেছেন অনি সেন। আরশাদ ওয়া𒅌রসি, বরুণ সবতি, ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অ্যামি ওয়াঘ, ম্যাং চ্যাং প্রমুখকে দেখা যাবে এই🍰 সিরিজে।
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন♐। এক ব্যক্তি লেখেন, 'ভারতীয় ডিজিটাল সিনেমার ক্ষেত্রে প্রকৃত ওয়েব সিরিজের উদাহরণ হল অসুর।' আরেক ব্যক্তি লেখেন, 'সব থেকে বেশি অপেক্ষায় আছি।' অন্য এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, 'অন্ধকারের যুগ। সেরা মাইথোলজিক্যাল ওয়ার।'
একটা মুখোশ, একদিনে তিনটি হামলার ছক। গোয়েন্দারা খুঁজে পাবেন কি অসুরকে? আরশাদ ওয়ারসি এর জন্য𝄹ই যেন বলে ওঠেন 'অসুরকে ধরার জন্য, দেখার জন্য অসুরকে বুঝতে হবে।' আসন্ন ডিজিট্যাল ওয়ার আটকাতে পারবেন কি আরশাদ? কল্কি অবতার পৃথিবীক🍒ে ধ্বংস করতে বেছে নেবে ডিজিটাল ওয়ারকে! তারপর? বেনারস থেকে পাহাড়ের প্রেক্ষাপটে উঠে আসবে কোন গল্প? ভিডিয়োর শুরুতেই দেখা যায় একটি মৃতদেহ দাহ করা হচ্ছে। সামনে একটি শিশু দাঁড়িয়ে। সেই চিতার ভস্ম মেখে অসুর হয়ে ওঠে। কিন্তু সেই কি আসল অসুর? উত্তর সিরিজ দেবে।