ওয়ার ২ নিয়ে বড়সড় চমক প্রকাশ্যে এল! আর কেউ নন ব্রহ্মাস্ত্রর পরিচালক অয়ন মুখোপাধ্যায় হ𓄧ৃতিক রোশন অভিনীত ওযﷺ়ার ২ ছবিটির পরিচালনা করবেন।
মঙ্গলবার, ৪ এপ্রিল দুপুরে জনপ্রিয় ফিল্ম ট্রেড অ্যানালিস্টꦆ তরণ আদর্শ জানালেন যশ রাজ🧔 ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী ছবি ওয়ার ২ এর পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় থাকবেন হৃতিক রোশন।
ওয়ার ২ ছবিটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি হতে চলেছ🎶ে। টাইগার ৩ এর পরেই আসবে এ🥃ই ছবি।
এদিন তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, 'বড় চমক। অয়ন꧟ মুখোপাধ্যায় ওয়ার ২ এর পরিচালনা করতে চলেছেন। হৃতিক রোশন থাকছেন। আদিত্য চোপড়া এই ছবির জন্য অ♔য়নকে দায়িত্ব দিলেন। তাঁদের মধ্যে চুক্তি সই হয়েছে।' তিনি তাঁর এই পোস্টে আরও লেখেন, 'যশ রাজ স্পাই ইউনিভার্সের এটি সপ্তম ছবি হতে চলেছে। টাইগার ৩ এর পর এই ছবি মুক্তি পাবে, টাইগার ৩ এর গল্পকে অনুসরণ করবে এই ছবি। হৃতিককে দেখা যাবে মুখ্য ভূমিকায়।'
অনেকেই এই পোস্টে মতামত জানিয়েছেন। কেউ কেউ যেমন প্রশংসা করেছেন, কেউ আবার বেজায় ক্ষুব্ধ হয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমি এটা আগেই বলেছিলাম। টাইগার ৩ এ শাহরুখের ক্যামিও থাকবেন। ওয়ার ২ ছবিতে পাঠান-টাইগার ২ জনেই থাকবেন ক্যামিও চরিত্রে। আর এই ছবি আগের সব রেকর্ড ভেঙে দেবে।' এক ব্যক্তি লেখে , 'খুব খারাপ চয়েজ। সঠিক পরিচালক বাছা হল না।' তাঁকে সমর্থন করে আরেকজন লেখেন, 'অয়ন মুখোপাধ্যায় এই ছবির জন্য মোটেই সঠিক চয়েজ নয়। অ্যাকশন ওঁর জ্যঁর নয়। উনি এই ধরনের ছবি বানাতে পারবেন না। ব্রহ্ম𒁃াস্ত্রর ভরাডুবি হয়েছে। ওই ছবির একটি অ্যাকশন দৃশ্য ভালো নয়। অন্যদিকে উনি কিন্তু ওয়েক আপ সিড বা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে দারুণ কাজ করেছিলেন।'
প্রসঙ্গত, এদিনই ব্রহ্মাস্ত্র ট্রিলজির বাকি দুই𒅌 পার্টের ঘোষণা করলেন অয়ন মুখোপাধ্যায়। তিনি তাঁর ইনস্টাগ্রামে জানালেন এই ছবির বাকি দুই অংশ কবে আসবে। তিনি এদিন তাঁর পোস্টে লেখেন, 'সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো ছবি একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।'
তিনি জানিয়েছেন ২০২৬ সালের ডিসেম্বরে আসবে ব্রহ্মাস্ত্র ২। এবং ২🍸০২৭ এর ডিসেম্বরে ꦛআসবে ব্রহ্মাস্ত্র ৩।