বলিউডের সুপ্রতিষ্ঠিত অভিনেতা-গায়ক আয়ুষ্মান খুরানা। মুক্তি পেয়েছেনꦓ তাঁর নতুন গান 'আঁখ দা তারা'। গানটিতে আয়ুষ্মান খুরানಌাকে একজন প্রেমিকের ভূমিকায় দেখা যাচ্ছে। বিচ্ছেদের পরের পরিস্থিতি ফুটিয়ে তুলেছে- অবহেলা, রাগ, হতাশা, দর কষাকষি এবং গ্রহণযোগ্যতার মতো প্রেমিকের আবেগও প্রকাশ পেয়েছে এই গানে।
গত বছরই মৃত্যু হয়েছে আয়ুষ্মানের বাবা পি খুরানার। বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁর গান মুক্তির পরই ꧒এক সাক্ষাৎকারে সেকথা ফাঁস করেছেন। মন ভেঙে যাওয়ার সঙ্গে কীভাবে মোকাবিলা করেছেন আয়ুষ্মান, বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক বলেছেন, ২০২৩ সালে বাবার মৃত্যুর পরই সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি। আয়ুষ্মান বলেছিলেন, তিনি সৌভাগ্যবান বোধ করেন যে তাঁর বাবা তাঁকে কাজ, মানুষ এবং সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার প্রশিক্ষণ দিয়েছেন, উল্লেখ করেছেন, বিচ্ছিন্ন হওয়া মানুষকে খুশি থাকতেও শেখায়।
তিনি বলেছেন, ‘আমি খুশি কারণ তিনি আমাকে বিচ্ছিন্ন থাকতে শিখিয়েছে। কাজ, মানুষ এবং সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুভূতি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে। এভাবেই খুশি হতে শিখিয়েছে। আমি কিছুটা সেরকমই আলাদা বোধ করেছি। আমি বিশ্বাস করি যে আপনি যদি বিচ্ছিন্ন হন তবে আপনি সহজেই হার্টব্রেক মোকাবিলা করতে পারবেন। যারা বিচ্ছিন্ন থাকে তারা সাধারণত খুশি থাকে’। আরও পড়ুন: ‘ক্যানস༺ারের পরে দ্বিতীয় জীবন’ পেয়ে কৃতজ্ঞ, ‘হীরামান্ডি’তে কাজ নিয়ে অকপট মনীষা