১৯৯৫ সালের ‘বোম্বে’ সিনেমায় একটি গান ছিল, যে গানে পারফর্ম করেছিলেন সোনা📖লী বেন্দ্রে। ২০১৭ সালে ওই এক গান রিমিক্স করেছিলেন বাদশা, ‘ওকে জানু’ সিনেমার জন্য। রিমিক্স গানটিতে পারফর্ম করেছিলেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। এই রিমিক্সটি যখন মুক্তি পায় তখন ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়🌊েছিল বাদশাকে। শুধু তাই নয়, গানটির তৈরি করার আগে ভৎসনার শিকার হতে হয়েছিল এ আর রহমানেরও।
‘হাম্মা হাম্মা’ বিষয়ে কথা বলতে গিয়ে বাদশা বলেন, ‘আমি যখন ‘হাম্মা হাম্মা’ গানটি রিমিক্স করেছিলাম, তখন অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলাম। রহমান স্যার খুব অসন্ত𝄹ুষ্ট হয়েছিলেন আমার ওপর। তবে আমি নিশ্চিত ছিলাম আমার কাজ সম্পর্কে, তাই আমি বিন্দুমাত্র বিচলিত হইনি। আমি গানটির মূল সারমর্ম বজায় রেখেই গানটির রিমিক্স তৈরি করতে চেয়েছিলাম, যার স্প꧟ষ্ট ধারণা ছিল আমার কাছে।’
( আরও পড়ুন: ‘প্রত্যেক চুমুর আলাদা আলাদা আবেগ আছে…’, বন্ধুর ঠোঁটে ঠোঁট! ♓বিশেষ দি𓆉নে আবেগঘন অপরাজিতা)
( আরও পড়ুন: বচ্চন বাড়িতে এই বিশেষ কাজে🔯 কেউই সামিল করতে চান না অমিতাভকে! কেবিসি-তে খোলসা অভিষকের)
বাদ♔শা আরও বলেন, ‘আমার আজও মনে আছে একটি অনুষ্ঠানে রহমান স্যার আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন, আমি ভীষণ দুঃখিত। একট꧃ি ভালো গান বুঝতে আমার সময় লেগেছে। আমি প্রাথমিকভাবে শুধু অসন্তুষ্ট ছিলাম, তবে তার জন্য এখন আমি ক্ষমা চাইছি।’
( আরও পড়ুন: ডিভোর্༒সের পর ১৪ বছরের ছোট সপ্তর্ষিকಌে বিয়ে! বিচ্ছেদ নিয়ে কী ভাবনা সোহিনীর? চেনেন তাঁর প্রাক্তন স্বামীকে?)
(আরও পড়ুন: কালরাত্রিতে দাদার বউয়ের সঙ্গে ঘনিষ্ঠ সৌমিতৃষা൲র বর, তারপর হল খুন, উত্তেজনা টানটান)
‘ওকে জানু’ মুক্তির আগে হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাৎকারে সুরকার এ আর রহমান বলেছিলেন, ‘আমি প্রাথমিকভাবে এই গানটি নিয়ে একেবারেই খুশি ছিলাম না। শুরুতে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। শাদি (ওকে জানু সিনেমার পরিচালক) বারবার আমাকে গানটি ব্যবহার করতে দেওয়ার অনুমতি চান। পরে আমি তানিষ্ক বাগচীকে গানটির প্রথম চারটি বার নিয়ে আসতে বলেছিলাম, সেখান থেকে আমি এক ধরনের বিট বেছে নিꦫ এবং ওরা সেই ভাবেই গানটি তৈরি করে।’