আরজি কর কাণ্ডের মাঝে আতস কাচের তলায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও। অরিন্দম শীলের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার আঁচ ঠাণ্ডা হতে না হতেই হেমা কমিটির রিপোর্ট ঘিরে তোলপাড় হয় গোটা দেশে। মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে যৌন হেনস্থার ভুরি ভুরি অভিযোগ রয়েছে জাস্টিস হেমা কমিটির রিপোর্ট।🌠 সেইসময় সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেন ঋতাভরী। জানান, হেমা কমিটির আদলে টলিউডেও এই ধরণের নিরপেক্ষ কমিটি গঠন করা উচিত। সেই ডাকে সাড়াও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অরিন্দম শীলের বিরদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা বরাবরই সাহসী, ফোঁটকাটা বলেই ইন্ডাস্ট্রিতে পরি🥂চিত। অরিন্দম সাসপেন্ড হতেই তিনি বলেছিলেন, 'পাপের ঘড়া উলটোয়।' ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা নিয়ে সরব হলেও এক ‘বহ🙈িরাগত প্রযোজক’কে নিয়ে চুপ স্বস্তিকা-সোহিনীরা, এমনই অভিযোগ বাংলাপক্ষের কৌশিক মাইতির।
কৌশিকের কথায়, ‘কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। সিনেমায় যারা কাজ করে তাদের কর্মক্ষেত্র আছে। সিনেমায় চান্স পাওয়ার জন্য বাঙালি অভিনেত্রীদের যেভাবে শোষণ করা হয়, তা কি স্বস্তিকা মুখোপাধ্যায় জানেন না? ঋতাভরী চক্রবর্তী সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেছেন। এনা সাহা অভিযোগ 💃করেছেন। এনা সাহার ঘটনাটা আমরা সবাই জানি’।
এরপরই রাজস্থান থেকে বাংলার ছবির ব্যবসায় হাত পাকানো প্রযোজকের দিকে আঙুল তুলে কৌশিক বলেন, ‘রাজস্থান থেকে আসা টেকো মরুদুস্যুগুলো তারা বাঙালি নারীদের গাড়িতে তুলে প্যান্টের চেন খুলে দিয়ে জোর করে সেক্সুয়াল কাজকর্ম করতে বলছে চাপ দিয়ে। কখনও বলছেন, এটা সবাই করে, এটা না করলে তুমি কাজ পাবে না। কখনও ধর্ষণই করা হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায়🎀 এটা নিয়ে কবে মুখ খুলেছেন? কার বিরুদ্ধে মুখ খুলেছেন? যারা সিনেমায় কাজ করে, 🐟সিরিয়ালে কাজ করে তাদের নিরাপত্তার দরকার নেই? বহিরাগত প্রযোজকরা বাঙালি নারীকে লুটেপুটে খাচ্ছে। স্বস্তিকা মুখোপাধ্যায় কি জানেন না? সোহিনী সরকার কি জানেন না?'
তাঁর আরও অভিযোগ, ‘ওই টেকো মরুদস্যুর বিরুদ্ধে বললে পরের বড় বাজেটের সিনেমাটা পাবে না, তাই না? আমি নিজের ঘর সামলাব পরের বেলায় বিপ্লবী হয়ে যাব। এটা চলতে পারে না।’ কথা প্রসঙ্গে উঠে আসে আরজি কর কাণ্ডের মাঝে করা সোহিনীর এক মন্তব্য। যেখানে নায়িকা ﷽বলেছিলেন, এই বাংলায় তি꧒নি মা হতে চান না।
কৌশিক তোপ দেগে বলেন, ‘উনি বাংলায় মা হতে চান না, কোথায় মা হতে চান? তিনি ভারতের কোন 🐓রাজ্যে? পৃথিবীর কোথায়….. পৃথিবীর এমন কোনও জায়গা নে♏ই যেখানে ধর্ষণ হয় না….প্রতিটা সমাজে ধর্ষণ হয়, ধর্ষকরা সমাজের কলঙ্ক। ধর্ষণমুক্ত সমাজ গড়া আমাদের সবার লক্ষ্য, নারী অধিকার, নারী সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার লক্ষ্য। কিন্তু এটা বাংলা বলেই মহিলারা সারারাত জেগে রাত জাগো আন্দোলন করতে পারে।’