গুরুতর অসুস্থ হয়ে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক মোস্তফা সরয়ার ফারಌুকী। ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালককে। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ফারুকী।
২৩ জানুয়ারি তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, পরিচালক ব্রেন স্ট্রোকে আক্রান্ত। গত ২৫ জানুয়ারি তিশা নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, ফারুকী স্থিতিশীল আছেন। কিছু দিন তাঁর বিশ্রামের প্রয়োজন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তিশা সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে একমাত্র মেয়ে ইলহামের সঙ্গে ফারুকীকে খেলতে দেখা গিয়েছে। আরও পড়ুন: বহু বছর পর ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, সঙ্গী সোহম! হ🐼য়ে গেল ‘💛শাস্ত্রী’র শুভ মহরত
তিশার ছবির ক্যাপশনে লেখা, ‘২৯ তারিখ (গতকাল) মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’ ফারুকীর সুস্থ হয়ে ওঠার খবরে নিশ্চিন্ত তাঁর অনুরাগীরাও। আরও পড়ুন: পরিণীত♊ির ‘PCC’ লেখা ব্যাগের দাম কত জানেন, শুনলে চমকে উঠব🐎েন
প্রসঙ্গত, বাংলাদেশের সিনেমার দুনিয়ায় ফারুকী ভীষণই পরিচিত একটা নাম। তিনি পরিচালনার পাশাপাশি, প্রযোজনা, চিত্রনাট্যকার হ♕িসাবেও কাজ করেন ফারুকী। ফারুকী পরিচালিত 'ডুব' ছবির হাত ধরে প্রথমবার বাংলা ছবিতে কাজ করেছিলেন ইরফান খান। সেই ছবিতে ছিলেন পার্নো মিত্র। ছবিটি কবি হুমায়ুন কবীরের জীবনের উপর ভিত্ত ಌকরে তৈরি হয়েছিল বলেই জানা যায়। এছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে 'নো ম্যানস ল্যান্ড' নামে একটি হিন্দি ছবিও বানাচ্ছেন ফারুকী।
সম্প্রতি বাংলাদেশে মুক্তি পিয়েছে🍸 ফারুকী পরিচালিত 'শনিবার বিকেল'। ২০১৬ সালে ঢাকার গুলশন এলাকার বেকারিতে নাশকতামূলক হামলাকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছিল এই ছবি। এছাড়াও বাংলাদেশের OTT-র জন্য দুটি ছবি বানাচ্ছেন ফারুকী, যার একটিতে রয়েছেন চঞ্চল চৌধুরী।
এদিকে ব্যক্তিগত জীবনে ২০১০-এর ১৬🃏 জুলাই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন ফারুকী। বিয়ের ১২ বছর পর নুসরাত ও ফারুকীর কোল আলো করে কন্যা সন্তানও এসেছে, নাম ইলহাম নুসরাত ফারুকী।