দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’-এর🎃 সাফল্যের রেশ এখনও কাটিয়ে উঠেননি তারকা। পর্দার আলুরি সীতারাম ওরফে রাম চরণের জনপ্রিয়তা এখন আর তেলুগু সিনেপ্রেমিদের মধ্যে আটকে নেই, গোটা দেশ তাঁর ভক্ত। অস্কারের দৌড়ে রয়েছে ‘আরআরআর' ছবির গান ‘নাটু নাটু’। আগামী মাসের ১২ তারিখ মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে বসবে অস্কারের আসর। তার আগে মঙ্গলবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন রাম 💦চরণ। হায়দরাবাদ এয়ারপোর্টে লেন্সবন্দি হন অভিনেতা। এদিন কালো রঙা সাবেকি পোশাকে এয়ারপোর্টে ধরা দিলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল রাম চরণের এয়ারপোর্টে লেন্সবন্দি মু🌼হূর্ত। সেখানে কালো রঙা কুর্তা-পাজামা এবং শাল হাতে দেখা মিলল তাঁর। বিলাসবহুল গাড়ি থেকে নেমে সোজা গ🅺েটের দিকে হাঁটা লাগান তিনি, আশ্চর্যজনকভাবে অভিনেতার পায়ে ছিল না কোনও জুতো বা চপ্পল। একদম খালি পায়ে হাঁটতে দেখা গেল রাম চরণকে।
তবে এই প্রথম নয়, আগেও অভিনেতাকে খালি পায়ে হাঁটতে দেখা গিয়েছে। ‘আরআরআ’ ছবির প্রচারে বহুবার দেখা গিয়েছে রামচরণ পায়ের জুতো জোড়া হাওয়া। এর আগে মুম্বই এয়ারপোর্টেও খালি পায়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি, সেই সময়ও তাঁর পরনে ছিল কালো পোশাক। ভেবে দেখেছেন এর পিছনের কারণ? আসলে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রামচরণ। পিতা চিরঞ্জীবীর মতো তিনিও আয়াপ্পা ঠাকুরের ভক্ত। কেরলের শবরীমালা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের ৪১ দিন ধরে কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। এই সময় সকলকে কালো পোশাক পরতে হয়, নিরামিষ খেতে হয় এবং খালিღ পায়ে হাঁটতে হয়। ব্রত চলাকালীন বিছানা নয়, মাটিতে ঘুমোতে হয়! এমনকী চুল-দাড়ি পর্যন্ত কাটা যায় না। এই কঠোর ব্রত প্রতিবারই পালন করেন রাম চরণ।
রাম চরণের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধন্য ধন্য করছেন ভক্তরা। কেউ লিখ🍷েছেন,'হিন্দুধর্মের প্রকৃত প্রতিনিধি রামচরণ' আবার কেউ বলছেন, ‘অন্যের ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিয়েে বিশ্বমঞ্চে নিজের ধর্মের প্রতিনিধিত্ব কীভাবে করতে হয় তা রাম চরণকে দেখে শেখা উচিত সবার’।
রাম চরণের এয়ারপোর্টের বেশ কিছু ছবি টুইটারে শেয়ার করে নিয়েছেন ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা। অভিনেতার আমেরিকা যাওয়ার খবরে শিলমোহর দিয়ে তিনি লেখেন, ‘গোল্ডেন গ্লোবসের সময় মার্কিন মুলুকের ভক্তদে🌠র কাছ থেকে প্রচুর ভালোবাসা কুড়িয়েছেন, এবার মেগা পাওয়ারস্টার রামচরণ অস্কারের উদ্দেশে উড়ে গেলেন। আশাবাদী…’।
গোল্ডেন গ্লোবসের আস🧸রে সেরা অরিজিন্যাল গানের পুরস্কার উঠেছিল টিম আরআরআরের হা♍তে। অস্কারের আসরেও এই ক্যাটেগরিতে লড়বে ‘নাটু নাটু’। গোল্ডেন গ্লোবস আর ক্রিটিকস চয়েস পুরস্কার জয়ের পর এই বিভাগে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে রাজামৌলির ছবির গান। এই গান ঘিরে দীর্ঘ ১৪ বছর পর ফের অস্কার জয়ের স্বপ্ন দেখছে গোটা দেশ। স্বপ্ন সত্যি হবে কিনা, সেই জবাব মিলবে ১৩ মার্চ ভোরে।