♓ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস আজকাল মূলত করোনার পর থেকে অনেকেই হারিয়েছেন। অফিসের সারাদিন ক্লান্তি বা উইকেন্ডে তার থেকে ঘরে বসে OTT প্ল্যাটফর্মে কিছু দেখতেই পছন্দ করেন অনেকেই। আর এমন অবস্থায় বাজারে একাধিক প্ল্যাটফর্মের রমরমা। তবে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হল হইচই। এই প্ল্যাটফর্মে দর্শকরা বিভিন্ন জ্যঁরের কনটেন্ট পান। রয়েছে একাধিক দুর্দান্ত সিরিজ, সিনেমা। আর সবটা মিলিয়েই এই প্ল্যাটফর্ম কিন্তু বেশ সুখের মুখ দেখছে। বর্তমানে এই বাংলা OTT মাধ্যমের ডাইরেক্ট সাবস্ক্রিপশন বেড়েছে ৪০ শতাংশ! একই সঙ্গে গত বছরের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্ডিভিজ্যুয়াল ওয়াচ টাইম। এমনটাই শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কোম্পানির তরফে।
💛আগামী বছর এই OTT মাধ্যমে ২৪টি অরিজিন্যাল ওয়েব সিরিজ এবং ৩টি ছবি মুক্তি পাবে। তবে কেবল ভারতে নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। সেখানেও প্রজেক্ট চলছে এটির। বাংলাদেশে ৬টা প্রোডাকশনের কাজ চলছে বর্তমানে। আসলে বাংলাদেশ বাংলা কনটেন্টের জন্য একটা বড় মার্কেট, একই সঙ্গে সেই দেশের অনেকেই মধ্য প্রাচ্যে থাকেন। ফলে এই গোটা মার্কেটটাই এখন হইচইয়ের লক্ষ্য।
আরও পড়ুন: 🧸পুজোর আগেই চমক তিয়াসার! প্রেমের গুঞ্জনে কি তবে সিলমোহর দিলেন বাংলা মিডিয়াম ইন্দিরা?
আরও পড়ুন: 🔯ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প বলবেন অক্ষয়, গান্ধী জয়ন্তীতে মুক্তি পেল স্কাই ফোর্সের টিজার
এই বৃদ্ধি নিয়ে কী মত প্ল্যাটফর্মের?
ꦑহইচইয়ের সহ প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা জানিয়েছেন, 'লকডাউনের জন্যই OTT এর জনপ্রিয়তা এতটা বেড়েছে। বেড়েছে ভিউয়ারশিপ। কিন্তু মহামারী কেটে যাওয়ার পর যে সেটা আবার কমে গিয়েছে এমনটা একদম নয়। আমরা সম্পূর্ণ ভাবে পেইড কাস্টোমার বেসকে এখন টার্গেট করেছি।' তিনি আরও জানিয়েছেন যে তাঁদের যে শোগুলোকে দেখে মনে হবে এগুলোর আউটপুট ভালো হবে, ভালো সাড়া পাওয়া যাবে সেখানে তাঁরা বিনিয়োগ করবেন।
আগামীতে এই প্ল্যাটফর্মে যে যে সিরিজ দেখা যাবে
🌟সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দুর্গ রহস্য মুক্তি পাবে। থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়। দেবশ্রী রায়ের কেমিস্ট্রি মাসিও এখানে আসবে। ঋত্বিক চক্রবর্তীর জনপ্রিয় সিরিজ গোরার তৃতীয় সিজন মুক্তি পাবে, চিরঞ্জিত চক্রবর্তী এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অভিনীত পর্ণশবরীর শাপ, দেবচন্দ্রিমা সিংহরায়ের পরিণীতা, ইত্যাদি আসছে এখানেই।
🃏তবে হইচই ধীরে ধীরে তাদের বাজার বাড়াতে চাইছে। তাই অন্যান্য ভাষার দর্শককে আকৃষ্ট করতে অন্যান্য সংস্থার সঙ্গেও হাত মেলাচ্ছেন সম্প্রতি তারা জিও সিনেমার সঙ্গে হাত মিলিয়েছে।
হইচইয়ের সিরিজর রিমেক
🌟শুধুই কি তাই? হইচইয়ের নিজস্ব সিরিজগুলো আবার অন্যান্য প্ল্যাটফর্ম রিমেক করছে। এই প্ল্যাটফর্মের তকদীর, ইন্দুর রিমেক ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।