সালটা ছিল ১৯৯০, তখনই কাশ্মীর ছেড়ে চলেಞ কলকাতায় চলে এসেছিলেন অভিনেতা ভরত ꦜকল ও তাঁর পরিবার। তাঁরা আদপে কাশ্মীরি পণ্ডিত। তবে অবাঙালি হয়েও ধীরে ধীরে টলিপাড়ায় অভিনেতা হিসাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন ভরত কল।
এদিকে ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রী অনুশ্রী দাসের সঙ্গে ভরত কলের সম্পর্ক ভাঙে অনেক আগেই। তারপর মুম্বইয়ে বসবাসকারী বাঙালি অভিনেত্রী🐓 সায়ন্তনী ঘোষের প্রেমে পড়েছিলেন ভরত। দীর্ঘদিন লিভ-ইন করেছেন তাঁরা। তবে সে প্রেমও ভেঙে যায়। সেই প্রেম ভাঙার অনেকগুলো বছর পর জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন ভরত কল। বয়সে ভরতের থেকে ১৮ বছরের ছোট জয়শ্রী। তাঁদের এক মেয়েও রয়েছে। নাম আরিয়া।
এদিকে বয়সে এতটা ছোট জয়শ্রীকে বিয়ে করার জন্য একসময় 'স্বার্থপর' তকমাও জুটেছিল ভরতের। বয়সের পার্থক্যে বিয়ে করলে চর্চা হয় ঠিকই, কিন্তু ভরত কলকে 'স্বার্থপর' কে𝓰ন ব🥀লা হয়েছিল?
🏅অনেকেই হয়ত জানেন না, অভিনেতা ভরত কল ক্যানসারে আক্রান্ত। জয়শ্রীক𒐪ে যখন তিনি বিয়ে করছেন, তখনই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। আর সেকারণেই অভিনেতার নামের সঙ্গে জুড়েছিল 'স্বার্থপর' তকমা। একবার এবিষয়ে টিভ9কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা নিজেই মুখ খুলেছিলেন।