১৯৯৮ সালে বিয়ে ꩲকরেন চাঙ্কি ও ভাবনা পাণ্ডে। সম্প্রতি কথা প্রসঙ্গে ভাবনাকে বলতে শোনা গেল, তাঁর পরিবারের একেবারেই মত ছিল না, তিনি চাঙ্কিকে বিয়ে করুন। বিশেষ করে তাঁর বাবার।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে, ভাবনা খোলসা করেন যে, তিনি যখন চাঙ্কি পাণ্ডেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সে তাঁর ক্যারিয়ারের সর্🅺বনিম্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, ভাবনা আরও বলেন যে, সেই সময় বাবাকে গিয়ে যে বলবেন তিনি চাঙ্কিকে বিয়ে করতে চান🐼, সে সাহসটুকুও ছিল না তাঁর।
শেষমেশ অনেকটা সাহস জুটিয়ে যান মা-বাবার কাছে। তাঁদের কাছে গিয়ে যখন ভাবনা জান🐭ান তিনি চাঙ্কি পাণ্ডেকে বিয়ে করতে চান, তখন তাঁর মা এবং বাবা উভয়েই বিয়ের বিপক্ষে ছিলেন। তাঁর বাবার যুক্তি ছিল, ‘তিনি একজন অভিনেতা এবং আমরা কেউ ইন্ডাস্ট্রির নই। আমরা সেই পৃথিবীকে চিনি না। আর তুমি মুম্বাইয়ে চলে যাওয়ার পর, ꩲতোমার কেরিয়ারের কী হবে?’
আরও পড়ুন: একটুর জন্য জেতেননি সারেগামাপা! ইন্ডিয়ান আইডলে হিট ময়ূরী, ইনস্টা🤪য় তাঁকে ফলো করে এ🍸ই অস্কার-জয়ী
বাবার বিরুদ্ধে গিয়ে চাঙ্কিকে বিয়ে করা থেকে শুরু করে, গ্ল্যামার জগতের 🧸অভ্যন্তরে প্রবেশ, সেই সময়কার মনের কথা ভাগ করে নিলেন ভাবনা এই সাক্ষাৎকারে। তাঁকে বলতে শোনা গেল, চাঙ্কিকে বিয়ে করার পর থেকে ইন্ডাস্ট্রির ‘সো কলড সুন্দরী’দের থেকে তিনি হী♒নমন্যতায় ভুগতেন, শুধু তাই নয়, তাঁর সবসময় চেষ্টা থাকত যাতে চাঙ্কি তাঁকে নিয়ে গর্ববোধ করতে পারে।
আরও পড়ুন: ‘বিচে বিকিনি পরে𝓡 প্রতি𒐪বাদ…’!গোয়ার বিচ থেকে উষসীর পোস্ট, ট্রোলারদের কী জবাব দিলেন
ভাবনা বলেন, ‘তুমি এরকম সময় চেষ্টা করো যেন সবাই তোমাকে পছন্দ করে। আমি সবসময় ⭕চাইতাম চাঙ্কি আমাকে নিয়ে গর্ব করুক।’ তিনি আরও যোগ করলেন, ‘আমার ক্ষেত্রে, চাঙ্কি সবসময় চেষ্টা করে যাতে আমি কমফোর্টেবল ফিল করি। আমাদের বিয়ে যখন হয়, তখন চাঙ্কি কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা তখন ꦗএকটা টিম ছিলাম।’
আরও পড়ুন: ဣছোটবেলায় প্রেম, বিবাহবার্ষিকীতে বউকে ডাকলেন বিশেষ নামে, সোহমের থেকে কত ছোট তনয়া
এরপর ভাবনা আরও জানান, তাঁদের সন্তান অনন্যা ছিলেন আনপ্ল্যান্ড চাইল্ড। তাই শীঘ্রই এসব কাটিয়ে উঠেছিলেন তাঁরা, এবং তাঁদের ছোট্ট রাজকন্যার দায়𝕴িত্ববান মা-বাবা হয়ে উঠতে।&💙nbsp;