নাম তার Bigg Boss, আর এবার এই শোয়ের ১৮তম পর্ব চলছে। শুরু থেকেই ঝগড়া-অশান্তি, কূটকচালি, গসিপ, নানান কারণে চর্চায় থাকে সলমন খান সঞ্চালিত এই শো। শোয়ের উইকএন্ড কা ওয়ার পর্বের একটা ভিডিয়ো ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা নিয়েই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। কী আছে সেই ভিডিয়োতে?
ভাইরাল ভিডিয়ো ক্লিপে হঠাৎই কশিস কাপুরকে হঠাৎই পাল্টি খেতে দেখা যাচ্ছে। সুর নরম করে সলমন খানকে 'স্যার' বলে সম্বোধন করতে দেখা যায় কশিসকে। আর তা দেখেই নেটপাড়ার প্রশ্ন, কশিসের হল কী? এতো পুরো পাল্টি!
কশিস কাপুর ও সলমন খানের কথোপকথন
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে সলমন, কশিস কাপুরের সঙ্গে অবিনাশকে নিয়ে কথা বলছেন। কশিস কি সত্যিই অবিনাশের সঙ্গে ফ্লার্ট করছিলেন? সেই প্রশ্নই করেন সলমন।
কশিসকে বলতে শোনা যায়, ‘কোই অ্যাঙ্গেল নেহি থা উধার (ওখানে কোনও অ্যাঙ্গল ছিল না,) এমন কোনও অ্যাঙ্গেল ছিল না! সলমন তখন বলেন, ’তো আগর কোই অ্যাঙ্গেল নেহি থা, তো আপ ফ্লার্ট কর রহি থি (দি কোনও অ্যাঙ্গেল না থাকে তবে আপনি সত্যিই ওঁর সঙ্গে ফ্লার্ট করছিলেন?)' কশিস কিছুটা গলা তুলে তখন বলেন, ‘হ্যাঁ! অউর কিউ করুঙ্গি? হাঁ (আর আমি কেন করব? হ্যাঁ!’) এরপর সলমন তাঁর দিকে তাকাতেই কশিস দ্রুত নিজের সুর পরিবর্তন করে বলেন, ‘দুঃখিত! হ্যাঁ স্যার!’