সময়ের সাথে ܫসাথে ভাইদের সঙ্গে সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের। প্রযোজক দাদা বনি কাপুরের উপর অভিমান থাকলেও ভাই অনিল কাপুরের সাফল্যে খুশি তিনি। তিনি জানান, অনিল তার চেয়ে সফলতা অর্জন করলেও এটি তাকে কখনও অস্বস্তিতে ফেলেনি। বরং তিনি তার নিজের জীবন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। একটি সাক্ষাত্কারে তিনি জানান, কাপুর পরিবারে নিজেদের মধ্যে কখনোই তুলনা করা হয়না। তাই হিংসার কোনও জায়গা নেই।
আরও পড়ুন : (ছেলে-মেয়ের মুখ দেখানো যাবে না শর্ত! পাপারাজ্জিদের উপহ👍ার পাঠালেন বিরাট-অনুষ্কা)
সঞ্জয় কাপুর বলে🌄ন, ‘ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, একটি দুই বেডরুমের ফ্ল্যাটে ছেলেবেলা কেটেছে আমাদের। তাই খুব স্বাভাবিক ভাবেই আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলাম। এরপর সকলেরই নিজের সংসার, সন্তান হয়, তাই আগের মত দেখা সাক্ষাত্ হয়না ঠিকই। কিন্তু আমরা একে অপরকে সম্মান করি, আমরা একে অপরকে ভালোবাসি আগের মতোই।’ তিন ভাইয়ের মধ্যে প্রতিযোগিতার কথা উঠলে সঞ্জয় জানান, ‘আজ আমার ভাইপো ভাইঝিরা বড় হয়েছে, তারা তাদের জীবনের নানা রকম ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনও একটা শুক্রবার অর্জুন, সোনম বা জাহ্নবীর ছবি রিলিজ করবে বলে আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কোনও ফারাক পড়ে না।’
ꦏসঞ্জয় আরও বলেন, 'আমি বলছি না আমাদের মধ্যে একেবারেই কোনও প্রতিয𝓰োগিতা নেই। আমি মনে করি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদিও অনিল আমার চেয়ে বেশি সফল, কিন্তু সবসময় আমি আমার নিজের জীবন নিয়ে সন্তুষ্ট , বেশি খুশি। তার মনে এই নয় যে অনিল নিজের জীবনে খুশি না, কিন্তু নিজেকে নিয়ে এই সন্তুষ্ট থাকতে পেরে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন : (তোয়া👍লে মোড়ানো একরত্তি, জন্মের পর কেমন দেখতে ছিল দেবী? প্রকাশ্যে আনল𒉰েন বিপাশা)
একটি সম্ভ্রান্ত চলচ্চিত্র পরিবার থেকে আসা সত্ত্বেও, সঞ্জয় কাপুরকে কেরিয়ারে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। দাদা প্রযোজক বনি কাপুরের হাত ধরে ১৯৯৫ সালে ‘প্রেম’ ছবি দিয়ে তার প্রথম বলিউডে পদার্পণ। যদিও তিনি কিছু বড় প্রজেক্টে কাজের চেষ্টা করেন, কিন্তু ভাগ্য সঙ্গে দে🌃য়নি। বেশিরভাগই ছোট ছোট পডকাস্টে অভিনয় করে খুশি থাকতে হয়েছে।
নিজের কঠিনඣ সময়ে দাদা বনি কাপুরকে না পাওয়ার অভিমানও প্রকাশ করেছেন তিনি। সঞ্জয় বলেন, ‘আমি যখন কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম তখন আমার ভাই বনি আমাকে কাস্ট করেনি। সে যখন নো এন্ট্রি করে, ফারদিন খানের বদলে আমাকে নিতে পারত; কিন্তু সেটা করেনি। কাস্টে যেহেতু ইতিমধ্যেই অনিল কাপুর এবং সলমান খান ছিল, তাই ছবিটি সফল হতো। আমাকে নিলেও ছবিটি একইভাবে চলতো।'