বিক্রান্ত মাসে, বলিউডের এমন একজন অভি𝓡নেতা যিনি একের পর এক অন্য ধাঁচের সিনেমা উপহার দিয়েছেন সকলকে। ‘12th ফেল’ থেকে শুরু করে ‘মির্জাপুর’, বিক্রান্তের অভিনয় যেন সেই চরিত্রকে আরও বেশি জীবন্ত করে তোলে। এবার বিক্রান্ত অভিনয় করেছেন ‘দ্যা সবরমতি রিপোর্ট’ নামক একটি সিনেমায়।কিন্তু এই সিনেমায় অভিনয় করতে গিয়েই এবার প্রাণনাশের হুমকি পেলেন তিনি।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমাটি। বিক্রান্তকে এই সিনেমায় দেখা যাবে একজন সাংবা💫দিকের চরিত্রে অভিনয় করতে। ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনাকে ৯/১১-এর সঙ্গে তুলনা করেছেন বিক্রান্ত। এটিকে শুধুমাত্র একটি ট্রেন দুর্ঘটনা নয়, এটি যে একটি প্ল্যান মাফিক নাশকতা ছিল সেটাও জানাতে ভুলেননি বিক্রান্ত।
(আরও পড়ুন: ‘ডায়াবিটিস ভ🅰য়𒁏ঙ্কর’, বিশ্ব ডায়াবিটিস দিবসে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন মাহিপ)
বিক্রান্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে জানিয়েছেন তাঁকে কীভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুরু তাঁকে ন⭕য়, তাঁর ৯ মাসের ছোট্ট ছে⛄লের নামও টেনে আনা হচ্ছে।
বিক্রান্ত বলেন, ‘যারা হুমকি দিচ্ছেন তাঁরা খুব ভালো করেই জানে𓆉ন, আমি সদ্য বাবা হয়েছি। আমার ছোট্ট সন𒈔্তান এখনও হাঁটতে শেখেনি। আমার সেই ছোট্ট ছেলেটির নাম টেনে আনা হচ্ছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ কোন সমাজে বাস করি?’
(আরও পড়ুন: ‘দুই দেশের শত্রুতা মেটাতে পারে গান’, সঙ্গীত প্রসঙ্গে এমনই কথা বললেন আম🅘জা🦂দ আলি খান)
অভিনেতা আরও বলেন, ‘আমি এই হুমকি পেয়ে বিন্দুমাত্র ভয় পাইনি। এই সিনেমায় কোনও ধর্ম বা সম্প্রদায়কಌে আঘাত করা হয়নি। এই সিনেমার জন্য কোনও রাজনীতিবিদ বা নেতার পরামর্শও নেওয়া হয়নি। আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। আমি একজন অভিনেত🐭া এবং আমি আমার কাজ করেছি।’
প্রসঙ্গত, ধীরজ শর্মা পরিচালিত এই সিনেমায় বিক্রান্ত ছাড়াও রয়েছেন রাশি খান্না, রিধি ডোগরা, বরখা সিং। সিনেমাটি 🦋প্রযোজক হিসেবে কাজ করেছেন একতা আর কাপুর, আমুল ভি মোহন, অংশুল মোহন। সিনেমাটি ১৫ নভেম্বর সারা দেশে মুক্তি পেল।