২০১৬ সালের পর ফের কলকাতায় এলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। বুধবারই কলকাত꧂া বিমানবন্দরে পা রাখেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। তাঁর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজ জোড়া বিশ্বকাপ জিতেছে। এমন মানুষকে কাছ 🐓থেকে দেখলেন ছবি তোলার সুযোগ কি হাতছাড়া করা যায়!
কলকাতায় ঝটিকা সফরে আসা ক্রিকেট কিংবদন্তিকে কাছ থেকে দেখে তাঁর সঙ্গে ছবি তুললেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায়। ক্রিকেট কিংবদন্তির সঙ্গে ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে বনি। আরও পড়ুন: উদয়পুরে ইরা-নূপুরের বিয়ের অদেখা ছবি শেয়ার করলেন মিথিলা, ৫🎉 নম্বর ছবিটা না দেখলে মিস করবেন
আপ্লুত বনি দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন🐭, ‘আজকের অনুষ্ঠানে স্যর ক্লাইভ হুবার্ট লয়েড! ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্যাপ😼্টেন’। দেখা করেছেন, ছবিও তুলেছেন এবং তা অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন অভিনেতা। কিন্তু তাতেই ঘটল বিপত্তি। ধেয়ে এসেছে একাধিক কটূক্তি।
বনির পোস্টের কমেন্টে অনেকেই ভালোবাসার ইমো𒅌জি দিয়েছেন। ক্লাইভ লয়েডের পাশে রোদচশমা পড়ে দাঁড়িয়ে ছবি তুলতেই এক জনের মন্তব্য, ‘এতবড় ব্যক্তিত্বের সামনে চশমাটা খুলতেই পারতেন। সাধারণ ভদ্রতা’। কারও প্রশ্ন, ‘বনি ক্রিকেট দেখেন নাকি?’ আবার কেউ কেউ অভিনেতাকে তারই বলা কথা অনুযায়ী 'লিডিং হিরো' বলেও ব্যঙ্গ করেছেন। এরমধ্যে কেউ কেউ আবার প্রশংসাও কর༒েছেন অভিনেতার।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক শুক্রবার গিয়েছিলেন সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে। সেখানে গিয়েই তিনি নলেন গুঁড়ের রসগোল্লা দেখে চোখ একেবারে কপালে তুলেছেন। সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটি🌜নাম জুবিꦯলি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল চন্দননগর বয়েজ ক্লাব এবং আইদা মিলনি সংঘ। বিজয়ী হয় চন্দননগর। আইদা হয় রানার্স। বিজয়ী এবং রানার্স দুই দলকেই পুরস্কৃত করেন ক্লাইভ লয়েড। ম্যাচের থেকেও বেশি তাঁকে ঘিরেই উন্মাদনার জোয়ার ছিল চোখে পড়ার মতো।
স্কুলের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইভ লয়েড স্থানীয় এক বাড়িতেই সেরেছেন দু꧑পুরের খাওয়াদাওয়া। তাঁর আপ্যায়নে একেবারে ভুরিভোজের আয়োজনඣ করা হয়েছিল। দু'রকমের পাস্তা, ফ্রুটস, ফিশ ফিঙ্গার এবং কাবাবের সঙ্গেই ছিল বিরিয়ানি ও চিকেন। মিষ্টির মধ্য়ে ছিল মাখা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, জিলিপি ও রাবড়ি। গুপ্তিপাড়ার নলেন গুড়ের রসগোল্লার হাঁড়ি দেখেই চমকে যান লয়েড। তাঁর সটান প্রশ্ন, ‘এটা কি আলু?’ লয়েডের অবশ্য ভুল ভাঙিয়ে দিয়ে রসগোল্লার মাহাত্ম্য বুঝিয়ে বলা হয়।