প্রত্যাশা ছিল আগে থেকেই। সেই মতোই ব্রিটিশ অ্যাকাডেমিꦅ ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে জোকারের জন্য সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন জোয়াকিম ফিনিক্স। রবিবার লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল ৭৩তম বাফটার(BAFTA) আসর। এদিন বাফটার মঞ্চে উপস্থিত ছিলেন ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ। প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটনের রাজকীয় উপস্থিতিতে ঝলমলিয়ে উঠেছিল বাফটার বার্নাঢ্য অনুষ্ঠান।
এদিন সেরা অভিনেতার পুরস্কার জোয়াকিম ফিনিস্কের ঝুলিতে গেলেও সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার সহ মোট সাতটি পুরস্কার জিতে নিয়েছে টিম 1917। অস্কারের ঠিক এক সপ্তাহ আগে বাফটার মঞ্চে 1917-এর এই জয় যথেষ্ট গুরুত্বপূর্ন বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা স্পেশ্যাল ভিস্যুয়াল এফেক্ট, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা সাউন্ডের পুরস্কার জিতেছে পরিচাল স্যাম মেন্ডিসের এই ছবি। গোꦇল্ডেন গ্লোবের মঞ্চেও সেরা ছবির পুরস্কার জিতেছিল 1917। তাই অস্কারের দৌড়ে নিঃসন্দেহে সবচেয়ে এগিয়ে শুরু করছে স্যাম মেন্ডিসের এই ছবি।
এক নজরে বাফটার বিজয়ীরা-
সেরা ছবি-1917 (পরিচালক-স্যাম মেন্ডিস)
সেরা পরিচালক- স্যাম মেন্ডিস (1917)
সেরা অভিনেতা- জোয়াকিম ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী- রেনে জেলওয়েগার ( জুডি)
সেরা কাস্টিং- জোকার
বিদেশি ভাষার সেরা ছবি- প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া, পরিচালক-বং জুন হো)
সেরা ব্রিটিশ ছবি- 1917 (পরিচালক-স্যাম মেন্ডিস)
সেরা ভিস্যুয়াল এফেক্টস- 1917
সেরা সহ অভিনেতা- ব্র্যাড পিট (ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড)
সেরা সহ অভিনেত্রী- লরা ডেরেন (ম্যারেজ স্টোরি)
সেরা অরিজিন্যাল চিত্রনাট্য- বং জুন হো (প্যারাসাইট)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য- তাইকা হোয়াইটিটি (জোজো ব়্যাবিট)
সেরা অরিলিজিন্যাল স্কোর- জোকার
সেরা সাউন্ড- 1917