চিনে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে। ওমিক্রণের প্রভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বহু প্রখ্যাত শিল্পী, অভিনেতা, অপেরা গায়ক, চলচ্চিত্র পরিচালক, লেখক। নিউ ইয়র্কের NTD-র তরফে এমন দাবি করা হয়েছে। শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত অভিনেতা ঝাং মু, রেন জুন, চু লানলান, চেং জিংহুয়া, ইউ ইউহেং, ঝাও ঝিউয়ানরা প্রাণ হারিয়েছেন। মাও সে তুং-এর চরিত্রে একাধিক সিনেমায় কাজ করা ঝাং মুং-এর মৃত্যুতে সব জায়গায় শোকের ছায়া। ঝাং একজন জনপ্রিয় অপেরা গায়কও ছিলেন। প্রসঙ্গত, ২০২২ এর নভেম্বর থেকেই চিনে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকে। মহামারী মারাত্মক আকার নেওয়ায় বেশ কিছু জায়গায় সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়। সাংহাই, বেজিং, ইউহানের মতো শহরে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে বলে খবর। আমেরিকার তরফে ফের দাবি করা হচ্ছে তথ্য গোপন রাখার। গোটা বিশ্বেই করোনা পরিস্থিতি ফের চরমে পৌঁছতে পারে আশঙ্কা করছে একটা অংশ। চিনের করোনা পরিস্থিতি নিয়ে একাধিক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এখন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মেঝেতেও রোগীরা বসে আছে। শ্মশানের বাইরে লম্বা লাইন মৃতদেহ পোড়ানোর। চুল্লির আগুন নিভছেই না। করোনা পরীক্ষা করার লাইনও বিশাল লম্বা। বিমানবন্দরেও ভিড় জমেছে। চিন ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন অনেকে প্রাণ বাঁচাতে।