ফের বিতর্কে অল্ট বালাজি ও তাঁꦜর OTT-শো ‘গন্দি বাত’। ইতিমধ্যেই একতার 'গন্দি বাত'-এর পোস্টার সামনে এসেছে। আর সেটিই এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পোস্টরে এক মহিলাকে ঘোমটায় মুখ ঢেকে ঠোঁটে আঙুল রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পরনে শাড়ি থাকলেও শরীরের বেশিরভাগ অংশই দৃশ্যমান। ওই মহিলার কোমরের কাছে পদ্মফুল, আর দুপাশে দুটি ময়ূর রয়েছে। নেটপাড়ার একাংশের দাবি পদ্মের উপর 'দেবী লক্ষ্মীর অধিষ্ঠান' ক🏅রেন। আর তাই পোস্টারে পদ্মের উপর খোলামেলা শাড়ি পরা এই মহিলাকে মানতে পারছেন না অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় ‘গন্দি বাত’-এই নতু⛄ন পোস্টার ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। এক ব্যক্তি লিখেছেন, ‘একতা কাপুরের এই প্ল্যার্টফর্মের নাম অল্ট বালাজি, এদিকে কাজ হচ্ছে সম্পূর্ণ উল্টো। এখানে দেখানো হচ্ছে সফট পর্ন। যদি তাতেও আপনার মন না ভরে তাহলে দেবী লক্ষ্মীর স্টাইলে একটি থাম্বনেইল তৈরি করে ফেলেন। কিন্তু এখানে একজন নোংরা মহিলাকে পদ্মের উপর বসিয়ে দেওয়া হয়েছে। আমিই কি শুধু এটাকে আপত্তিকর মনে করি নাকি আপনাদের আরও অনেকের আপত্তি রয়েছে?’ বহু টুইটার ব্যবহারকারীই এই পোস্টার নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। কেউ একতা কাপুরের উদ্দেশ্যে লিখেছেন, 'এধরনের নোংরামি বন্ধ করুন। আমাদের দেব-দেবীদের অবমাননা করে শো বন্ধ করুন।' এই ঘটনায় একতা কাপুরের কাছে ক্ষমা চা🎶ওয়ার দাবিও উঠেছে।
কেউ কেউ আবার একতা কাপুরের উপর ক্ষোভ উগরে দিয়ে তাঁর প্রযোজিত সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছেন। অভিযোগ একতা সমাজকে কলুষিত করছেন। কারোর দাবি, ‘বলিউডের লোকজন আমাদের ধর্মকে অবমাননার কোনও প্রচেষ্টাই ছᩚᩚᩚᩚᩚᩚᩚ🐼ᩚᩚ𒀱ᩚᩚᩚাড়ে না।’ কেউ আবার বিষয়টি নিয়ে পিএম মোদীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। অল্ট বালাজি প্ল্যার্টফর্মটি বন্ধের দাবি জানিয়েছেন।
যদিও𝄹 টুইটার ব্যবহারকারীরা যে 'গন্দি বাত'-পোস্টার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন , তার সত্যতা হিন্দুস্তান টাইমস বাংলা খতিয়ে দেখেনি। এদিকে কিছুদিন আগে𓃲 জানা গিয়েছিল একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর অল্ট বালাজির প্রধানের পদ থেকে সরে গিয়েছেন। জানা যায়, বিবেক কোকাকে অল্ট বালাজির নতুন চিফ বিজনেস অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।
এদিকে আবার বিতর্কিত হলেও ‘গন্দি বাত’ শ♛োটি এই মুহূর্তে জনপ্রিয়তার শিখরে রয়েছে। এটির সপ্তম সিজনের স্ট্রিমিং চলছে অল্ট বালাজি প্ল্যার্টফর্মে। এটির পরিচালনা করছেন শচীন মোহিতে। প্রসঙ্গত, গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে বিভিন্ন কামোত্তেজক-থিমযুক্ত গল্প এখানে দেখানো হয়। যেগুলি ইরোটিক ছবি বলে দা🌳বি করা হয়। যদিও এর আগেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল এই 'গন্দি বাত' শো ঘিরে।