দাদাগিরি মানেই সাধারণ মানুষের দাদাগিরির গল্পের পাশাপাশি সেলেবদের নানা মজার গল্প। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাদাগিরি করতে এসেছিল🦄েন মিলি এবং কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কলাকুশলীরা। এখানে এসেই দাদার সঙ্গে একটা দারুণ যোগের কথা জানালেন দ্রোণ ওরফে শিমুলের বর, পরাগ।
দাদাগিরিতে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পরাগ
এদিন দাদাগিরিতে এই ধারাবাহিকের চারজন খেলতে এসেছিলেন। পরাগ, পলাশ, এবং তাদের কাকিমা ও খুড়তুতো বোন। সেখানেই পরাগ অর্থাৎ দ্রোণ এবং তার কাকিমা অর্থাৎ রাজর্ষি তাঁদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক দারুণ যোগের কথা জানান। বলেন তাঁরা দুজনেই বেহালার বাসিন্দা। অর্থাৎ দাদার বাড়ি আর তাঁদের বাড়ি এক জায়গায়। এরপর মজা করে রাজর্ষি বলেন, 'আমি তো সবাইকে গর্ব করে বলি আমি বেহালায়ജ থাকি। কারণ সবাই বেহালাকে চেনে কারণ এখানে দাদা আছে। থাকে।' প্রায় একই সুর ধরে দ্রোণ বলেন, 'ওই সিনেমায় সংলাপ ছিল না যে মেরে পাস গাড়ি হ্যায় বাংলা হ্যায় তুমহারে পাস কেয়া হ্যায়, এটার উত্তরে আমি বলতাম আমাদের কাছে দাদা আছে।' তাঁদের এই কথায় হেসে ওঠেন সৌরভ।
দাদাগিরির মঞ্চে মিলি ওরফে খেয়ালির নাচ
এদিন 🎃দাদাগিরির মঞ্চে এসেছিলেন খেয়ালি। সেখানে তিনি দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড গানে নেচে সকলকে তাক লাগিয়ে দেন। দাদা তাঁর নাচ দেখে বলে ওঠেন, 'অভূতপূর্ব!'
কে কী বলছেন?
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে ꦉএই ক্লিপ। সেখানে অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'মিলি আপনি তো দারুণ নাচেন।' আরেক ব্যক্তি লেখেন, 'আহা চোখ জুড়িয়ে গেল মিলির নাচ দেখে।'