মুম্বইয়ের ওয়া♍ংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আগের দিন বিপুল ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ছিল রোহিত শর্মার টিম। ফলে টানা ৯ ম্যাচ জিতে এখন টেবিলের শীর্ষে বসে রয়েছে ভারত। এই ৯ ম্যাচে তাদের সংগ্রহে ১৮ পয়েন্ট। শেষ চারটি ম্য▨াচে বিপুল ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে দেশ। এখন সবার নজর সেমি ফাইনালে। গতবার বিশ্বকাপে এই সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতকে। তাই উন্মাদনা আর উত্তেজনা দুইয়ের পারদই চড়ছে ২০১১ এর পর আবার এই বছর দেশ বিশ্বকাপ ঘরে আনতে পারে কিনা সেটার দিকেই নজর সবার। ফলে আজকের ম্যাচ যে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সেটা বলাই বাহুল্য।
১৫ নভে♑ম্বর দুপুর ২ টো থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমি ফাইনাল। যদিও তার প্রায় এক ঘণ্টা আগেই টস হয়ে যাবে। এই উপলক্ষ্যে মনে করা হচ্ছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসবে চাঁদের হাট। একাধিক তারকা উপস🅷্থিত থাকবেন বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: বিগ বসে🎃 সন্দেশের নাম শুনেই বিরক্ত ভারতী, ঐশ্বর্যকে বললেন 'বাঙালি নযꦕ়, ভারতীয় মিষ্টির নাম বলো'
সূত্রের খবর এদিন রজনীকান্ত, আমির খান, সলমন খানের মতো জনপ্রিয় বলিউড অভিনেতারা মাঠে থাকবেন। বাদ যাবেন না নীতা আম্বানি বা ডেভিড বেকহ্যামের মতো গণ্যমান্য ব্যক্তিরা। তবে কারা কারা এদিন মাঠে হাজির থাকবেন সেটা দুপুরেই খেলা শুরু হলে বোঝা যাবে। কিন্তু আপাতত মনে করা হচ্ছে এই হাইভোল্টে🐈জ ম্যাচের সাক্ষী থাকতে মাঠে তারকার মেলা বসতে পারে। এখন এটাই দেখার পালা আজ ২০১৯ এর সেই দিনের ঘটনা আবার ঘটে নাকি নতুন ইতিহাস লেখে ভারত।