‘ব্যোমকেশ’ নিয়ে টলিপাড়ার বাড়াবাড়ি নিয়ে একটা সময় আপত্তি ছিল দেবের। অথচ চলতি বছরের গোড়ায় ইন্ডাস্ট্রিতে ‘সাবালক’ দেব ঘোষণা করেন এবার ব্যোমকেশ হিসাবে দর্শকদের সামনে আসবেন তিনি। 🌳‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার লঞ্চের মঞ্চে দেব ঘোষণা করেছিলেন ‘আমি আর ব্য়োমকেশ করব না, এই একটাই’। কিন্তু দিন কয়েকের ব্যাবধানে পালটে গেল সব হিসাব! ফের রুপোলি পর্দায় ‘সত্যান্বেষী’ হিসাবে ধরা দিতে প্রস্তুত দেব। অন্তত তেমনটাই ইঙ্গিত দিলেন তারকা।
শুরুট💯া দুর্দান্ত করেছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। প্রথম দু-দিনে ভালো ব্যবসা করেছে পরিচালক বি🐎রসা দাশগুপ্তের এই ছবি, দেবের কথায়- ‘রবিবার ব্লকবাস্টার’। একাধিক সিনেমাহলের সামনে ঝুলছে হাউসফুল বোর্ড। হিসাব বলছে প্রথম পাঁচ দিনে ১ কোটির গণ্ডি ছাপিয়ে যাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ‘গদর ২’ সুনামি, অক্ষয়ের ‘ওএমজে ২’-এর সঙ্গে লড়াই করেও ভালো ফল করছে এই ছবি।
শনিবার রাতে সাউথ সিটি আইনক্সে হাজির ‘ব্যোমকেশ’। সঙ্গী বিরসা দাশগুপ্ত। শো শেষ হতেই হলে ঢুকে দেবের প্রশ্ন, ‘কেমন লাগলো ছবিটা?’ চিৎকার-করতালির আওয়াজ ছাপিয়ে সকলে একবাক্যে জানালো- ‘দারুণ’। এরপর দেব নয়, পালটা প্রশ্ন হল অডিয়েন্সের তরফে। দর্শকাসনে থাকা এক ব্ꦉযক্তি জানতে চাইল, ‘এরপর আপনি ফের ব্যোমকেশ করবেন তো?’ প্রশ্ন শুনেই লজ্জায় লাল দেব। খানিকটা অপ্রস্তুতও। এমন প্রশ্ন বোধহয় তিনি আশা করেননি। দু-পা পিছিয়ে থামলেন দেব। মুখে সলজ্জ হাসি। এরপর জবাব দিলেন, ‘জনতাই জনার্দন। কথায় আছে না, ডিম্যান্ড থাকলে সাপ্লাই হবে। আপনাদের যদি ডিম্যান্ড🌊 থাকে তাহলে বাকিটা তো এঁনাদের হাতে (ইশারা পরিচালক বিরসা দাশগুপ্তের দিকে)।’ সঙ্গে সঙ্গে উলটো দিক থেকে সকলে জানিয়ে দিল- ‘একদম ডিম্যান্ড আছে’।
এদিন খাটি ‘ব্যোমকেশ’ বেশেই হাজির হলেন দেব। পরনে ধুতি-পাঞ্জাবি। বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। জানিয়ে দিলেন, ‘ব্যোমকেশ আমাদের সবার কাছেই ই🌼মোশন’। ভালো লাগলে সকলে যেন বাকিদের এই ছবিটা দেখবার অনুরোধ জানায়, আবেদন রাখলেন দেব। সঙ্গে বলেলন, ‘জীবনে সবকিছু কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। জানি না ব্যোমকেশ আবার ꦜকরব কিনা… আপনাদের আর্শীবাদে ১৭ বছরের কেরিয়ারে আমি অনেকগুলো চরিত্র করেছি। আগামিতেও যে ছবিটা আমি নিয়ে আসছি পুজোতে বাঘাযতীন সেখানে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের অনেক লড়াই নিয়ে আসছি। তার সম্পর্কে অনেক কম লেখা রয়েছে। উনি শুধু বাঘ মারেননি অনেককিছু করেছেন।’
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ছবির সঙ্গেই যুক্ত রয়েছে বাঘাযতীনের থিয়েট্রিক্যাল ট্রেলার। তাই যাঁরা ব্যোমকেশ দেবকে দেখেছেন, তাঁরা ইতিমধ্যেই বাঘাযতীন হিসাবে দেব-এর ঝলক দেখবার সুযোগ পেয়েছেন। অরুণ রায় পরিচালিত এ🌳ই ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে সোমবার সকাল ১১টায়।
দেব এন্টারটেꦓইনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ছবি। বড়পর্দার জন্য ব্যোমকেশ তৈরি স্বস্ত্ব রয়েছে শ্যাডো ফিল্মসের কর্ণধার শ্যামসুন্দর দে-র কাছেই। সুতরাং ফের একবার দেবের ব্যোমকেশ হওয়ার রাস্তা পরিষ্কার, তিনি কি ফিরবেন? অপেক্ষা উত্তরের।