দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটি আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই এই ছবির টিজার লঞ্চ করে গিয়েছে। ভীষণই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ছবির টিজার নিয়ে। কারও কারও বেশ ভালো লেগেছে, কেউ আবার অজিত অর্থাৎ অম্বরীশকে নিয়ে মশকরা জুড়েছেন। তবে বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি যে সবটা মিলিয়ে এখন 🥃চর্চায় সেটা বলাই যায়।
১৪ জুলাই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর ফেসবুক লাইভে এসে দেব একটি প্রশ্নোত্তর সেশন করেন। সেখানেই একাধিক বিষয়ে তিনি উত্তর দেন। এদিন অভিনেতাকে জিজ্ঞেস করা হয় ব্যোমকেশ চরিত্র করতে গিয়ে দেবকে কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? উত্তরে তিনি বলেন, 'দেখো আমি বক্স অফিসের জন্য এমন অনেক ছবি বা চরিত্র করি যেগুলো হয়তো তেমন চ্যালেঞ্জিং নয়। কিন্তু করি। তবে আমি ব্যক্তিগত ভাবে একটু চ্যালেঞ্জিং চরিত্র করতেই ভালোবাসি। আমি জানি ব্যোমকেশের মতো একটা চরিত্র করা মানে সেখানে পান থেকে চুন খসলেই তুমুল সমালোচনা অপেক্ষা করে আছে। আমি আদতে সেই সব মানুষগুলোকে খুব ভালোবাসি যাঁরা নেতিবাচক মন্তব্য করেন।' তিনি কথা প্রসঙ্গে বলেন, 'যখন প্রথম ঘোষণা করা হয় যে আমি ব্যোমকেশের চরিত্র করব তখন অনেকেই বলেছিল আমায় মানাবে না। কিন্তু এতে আমার আপত্তি নেই, আমি নিজেও নিজেকে একই প্রশ্ন করি যে আমি পারব? যাঁরা আমার দিকে এই চ্যা🐭লেঞ্জ প্রশ্ন ছুঁড়ে দেন তাঁদের কাছে নিজেকে প্রমাণ করার একটা জায়গা থেকেই যায়। তাই যাঁরা আমায় নিয়ে প্রশ্ন তোলেন, সমালোচনা করেন তাঁদের আমার ভালো লাগে।'
আরও পড়ুন: দেবের টিজার ভিডিয়োর পাল্টা টিজার পোস্টার দিলেন ಞসৃজিত, জমে উঠেছে ব্যোমকেশের দুর্গ দখলের ✨লড়াই
এত বছর ধরে ব্যোমকেশ কে নিয়ে কাজ হয়ে আসছে সেখানে আবার নতুন করলে এই চরিত্রকে নিয়ে কাজ কেন? এই বিষয়ে দেব বলেন, 'এতদিন ধরে যত ব্যোমকেশ হয়েꦺছে সব কটিই বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে, ভীষণ ভাবে প্রতিটা ব্যোমকেশ বাঙালির কাছে গ্রহণযোগ্য। প্রশংসিত হয়েছে। কিন্তু আমরা এটা নিয়ে আলাদা কিছু করতে চেয়েছিলাম এবং অবশ্যই ভালো ভাবে। সেই তখনকার একটা সময় তৈরি করা, চরিত্রটাকে নতুন ভাবে তুলে ধরতে চাওয়া হয়েছে এখানে এবার দর্শকদের কাছে প্রশ্ন থাকল তাঁরা বলবে আমরা কি সেটা পেরেছি? পারলেও সেটা ভালো ভাবে পেরেছি কি?' এটার উত্তর তো আগামী ১১ অগস্ট পাওয়া যাবে।