আগামীতেই পর পর দুটো বড় প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন দেব। প্রথমে অগস্ট মাসে আসছꦕে তাঁর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। তারপরই পুজোর সময় মুক্তি পেতে চলেছে ‘বাঘা যতীন’। দুটো ছবি নিয়ে তাঁর কী মত, ক🔴েমন ভাবে ট্রোল, ইত্যাদিকে সামলান জানালেন অভিনেতা নিজেই।
‘ব্যোমকেশ’ এবং ‘বাঘা যতীন’ দুটো ছবিই ঘোষণা হওয়ার পর চরম ট্রোলড হন দেব। চলে নানা হাসি মশকরা। এই বিষয়ে দেব ক্যালকাটা টাইমসকে দেওয়ꦇা একটি সাক্ষাৎকারে নিজের মত এবং একই সঙ্গে ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে বলেন, 'তোমার কাজ দেখার আগেই লোকজন আপনাকে জাজ করে ফেলবে। বাঘা যতীন ঘোষণা করা হল যখন তখন সকলে কিছু না বুঝেই ট্রোল করে দিল আমায়। একই ঘটনা ঘটল আবার ব্যোমকেশের ক্ষেত্রেও। কখনও কোনও কাজ না দেখে এভাবে মতামত দেওয়া ঠিক নয়। আগে লোকজন আমার পরিশ্রম, কাজ দেখুক তারপর নাহয় সিদ্ধান্তে নেবেন একটা। কাজের পর কারও কারও ভালো লাগবে, কারও লাগবে না, সমালোচনা হবে। সেটা অবশ্যই গ্রহণযোগ্য, কাম্য বটে। কিন্তু ব্যোমকেশ তো খালি আমার ছবি নয়। এটা একটা টিম এফোর্ট। কস্টিউম থেকে পরিচালক, প্রোডিউসার, টিমের প্রতিটা সদস্য মিলে এই ছবিটা তৈরি হয় হয়েছে।' কিন্তু এত যে সমালোচনা পান, লোক যে এত কটাক্ষ করেন এসব সামলান কীভা𓆉বে? উত্তরে দেব বলেন, 'জীবনে পজিটিভ থাকা খুব জরুরি। এই নেতিবাচক জিনিসগুলো উপেক্ষা করতে হবে।:
একই দিনে দুই ব্যোমকেশ আসছে। দেব ব্যোমকেশ হয়ে পর্দায় আসছেন, অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ ওরফে অনির্বাণ ভট্টাচার্য আসছেন ওয়েব মাধ্যমে। তাও আবার গল্প এক। কোথাও গিয়ে কি একটা প্রতিযোগিতা থেকেই যাচ্ছে না? এই প্রসঙ্গ🍎ে অভিনেতা বলেন, 'একদমই না। সম্প্রতি সৃজিত💟ের ওয়েব সিরিজের প্রযোজক, সৃজিত আর আমি কথা কথা বলেছি যে কী করলে সেটা ক্ল্যাশ করবে না। আমরা তিনজন আলোচনা করে ঠিক করেছি যে সৃজিতের কাজটা আমার ছবি মুক্তির পর রিলিজ করবে। এতে সবারই ভালো হবে।'
আরও পড়ুন: দেবের টিজার ভিডিয়োর পাল্টা টিজার পোস্টার দিলেন সৃজিত, জমে উঠেছে ব্যোম𓆏কেশের দুর্গ দখলের লড়াই
দেব এত ম্যাচিওর কীভাবে? সবটা এত ভালো করে বোঝেন বা হ্যান্ডেল করেন কীভাবে সে রাজনীত🐻ির ময়দান হোক বা পর্দা? এই বিষয়ের দেবের মত 'জীবন। জীবনের ওঠা পড়া এগুলোই তো আমাদের সাহায্য করে জীবনের প্রায়োরিটি বাছতে। জীবন কীভাবে কাটাতে চাই সেটা ঠিক করতে। যাই হয়ে যাক জীবনে পজিটিভ থা🌠কতে হবে এই বোধটা।'
কিন্তু ইন্ডাস্ট্রির ༺সবাইকে যেখানে মাঝে মধ্যে পার্টিতে দেখা যায় সেখানে দেব এমন পার্টি বিমুখ কেন? উত্তর অভিনেতা বলেন, 'আমি আস💦লে কাজে এত ব্যস্ত থাকি যে এসবের জন্য সময়ই পাই না। কিন্তু আমার ঘনিষ্ট কোনও ব্যক্তি আমায় যদি আমান্ত্রণ জানান তাহলে অবশ্যই যাই। আর যদি ভাবেন আমায় নিয়ে গসিপ হবে বলে যাই না তাহলে ভুল, কারণ আপনি যাই করুন লোকে আপনাকে নিয়ে কথা বলবেই।'