আর মাত্র স🅰প্তাহখানেকের অপেক্ষা। তারপরই পুজো। যদিও এবার সেই আমেজ নেই। তবুও মা আসছেন। সঙ্গে আসছে একগুচ্ছ বাংলা ছবি। আর সেই পুজোর ছবির অন্যতম হল টেক্কা। মুখ্য ভূমিকায় এখানে দেখা যাবে দেবকে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আবারও বহু বছর পর তিনি ধরা দিতে চলেছেন। ত🍒ার আগে নিজের চরিত্র প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আলোচনা রাজন্যদের ফিল্𒀰ম নিয়ে, ঘরে - বাইরের চাপে রিলিজ পিছিয়ে দিলেন প্রান্তিকরা
টেক্কা ছবিতে নিজের চরিত্র নিয়ে কী বললেন দেব?
টেক্কা ছবিতে দে🔥বকে একজন সাফাইকর্মী হিসেবে দেখা যাবে। চরিত্রের নাম ইকলাখ। এদিন বর্তমানকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব সেই চরিত্র প্রসঙ্গে বলেন, 'টেক্কা ছবিটির মতো চরিত্র প্রথমবার করছি। এটা খুবই বোল্ড একটা চরিত্র। আমি আসলে বরাবরই নতুন কিছু করতে চাই, নতুন কিছু করার খিদে আমার মধ্যে আছে। প্রথমে খুব চিন্তা করছিলাম যে দর্শকরা কীভাবে গ্রহণ করবে। তবে টিজার ট্রেলার দেখে অনেকে নিজের সঙ্গে মেলাতে পেরেছেন। এটাই আমার ভালো লাগা।'
এদিন দেব আরও বলেন, 'এই চরিত্র করতে গিয়ে যে প্রতিটা দৃশ্যে দেবকে দেখা যায় তাহলে দর্শকরা ছুঁড়ে 🐻ফেলে দেবেন। নিজেকে কতটা ভাঙতে পারলাম এতদিনের অভিজ্ঞতা থেকে সেটাই আসল। ছবিটা প্রথম শুনি যখন খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। কিন্তু অসম্ভব নয়। আসলে দেবের মুখের সংলাপগুলো বেশি চ্যালেঞ্জিং, কারণ আমার মুখে এই সংলাপ শোনার পর পর অসুবিধা হবে না তো? কিন্তু অনেকেই বিষয়টার সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন।'
টেক্কা প্রসঙ্গে
টেক্কা ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। দেব তো থাকবেনই। অন্যা❀ন্য চরিত্রে থাকবেন আরিয়ান দেবদান ভৌমিক, সৃজা দত্ত প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
এবারের পুজোর ছবি
এবার পুজোয় আসছে পথিকৃৎ বসুর শাস্ত্রী। সেখানে থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রাꦜয়, সোহম চক্রবর্তী, প্রমুখ। এছাড়া আছে উইন্ডোজের বহুরূপীর ছবিটিও। সেখানে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, প্রমুখ।