দুজনেই এক রাজনৈতিক দলের নেতা। তবে 🐻সম্পর্ক যেন তেলে-বেগুনে। একে-অপরকে কটাক্ষ করার কোনো সুযোগই ছাড়েন না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কথা হচ্ছে দেব আর কুণাল ঘোষের।
টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োতে দেবকে দেখা যায় কার দিকে তাকিয়ে যেন চিৎকার করে বলছেন, ‘ও কুণালদা… কুণালদা ভালো আছেন?’ তবে এ যে সেয়ানে সেয়ানে টক্কর। তাই তো দেবের এই ভিডিয়োটি কুণালও শেয়♛ার করে নিলেন সোশ্যাল মিডিয়াতে। আর ল🔴িখলেন, ‘হ্যাঁ ভাই। ভালো আছি। দুলাল জানালো। তুমিও ভালো থেকো।’ আর দুই নেতার এই কাণ্ড দেখে নেটপাড়া বলছে, ‘টম আর জেরির লড়াই’।
আরও পড়ুন: কম টিআ🅰রপি-তে পুজোর আগে বন্ধ হচ🍷্ছে একের পর সিরিয়াল! এবার ফুলকি-তেও আসছে বড় বদল!
কুণাল আর দেবের ঝামেলা কিছু নতুন নয়। এই কিছুদিন আগেই দুজনের মধ্যে ঝামেলা লেগেছিল ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনি🧸টের উদ্বোধন নিয়ে। কুণাল ঘোষ সপ্তাহ দুই আগে হঠাৎই টুইট করেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP।সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক! অভিনন্দন দেব।’
আরও পড়ুন: একসময়ে একাধিকের সঙ্গে যৌন সম্পর্ক, মেনে নেনꦏ কল্কি! আর বলেন,💮 ‘এখন বাচ্চা হয়েছে…’
এরপর জবাবে ঘাটালের তৃণমূল সাংসদ লিখেছিলেন, ‘নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণ🍷া করেন। এক সপ্তা🎃হ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।’
আরও পড়ুন: RG Kar নিয়💛ে ছবি বানিয়ে সাসপেন্ড রাজন্যা, ঠুঁকল দেবকে! শ্রীলেখা লিখল, Shame Shame