পুজোয় আসছে দেবের 'বাঘাযতীন'। আর এর প্রস্তুতি শুরু হয়েছিল বেশ কয়েকমাস আগেই। অবশেষে ছবির শ্যুটিং শেষ করে ফেললেন সুপারস্টার দেব। টুইটারে স্বাধীনতা সংগ্রামী 'বাঘাযতীন'কে শ্রদ্ধা জানিয়ে নিজেই সেকথা জানিয়েছেন অভꦗিনেতা। ঠিক কী লিখেছেন দ𒉰েব?
দেব লেখেন, ‘আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, দেশের অন্যতম সেরা যোদ্ধার চরিত্রে অভিনয় করা, একজন অভিনেতা হিসাবে আমার কেরিয়ারে চিরকাল একটি উজ্জ্বল হয়ে থাকবে। পর্দায় মহান বাঘাযতীনের চরি൲ত্রে অভিনয় করার সম্মান পেয়ে আমি নিজেকে চির সৌভাগ্যবান মনে করছি।’ সঙ্গে যোগ করেছেন হাত জোর করা একটা ইমোজি। শেষে লেখেন, টিম বাঘাযতীনের শ্যুটিং শেষ হল। লেখার সঙ্গে বাঘাযতীনের ছবির সামনে দাঁড়িয়ে হাসিমুখে নিজের লুকেরই একটি ছবি পোস্ট করেছেন দেব। সেখানে তাঁকে সাদা ধুতি ও পাঞ্জাবিতে দেখা যাচ্ছে।
আরও প🃏ড়ুন-হাসপাতাল থেকে ছাড়া পেয়েও শয্যাশ💝ায়ী ছিলেন, এখন কেমন আছেন ম্যাডোনা?
এর আগে গত ২২ জুন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে ছবির পোস্টার শেয়ার করা হয়। সেই ছবিতে দেবকে একজন শিখের বেশে দেখা গিয়েছিল। তাঁর পরনে ছিল খাকি পোশাক, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। কাঁধে বন্দুক নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। যদিও সেই পোস্টার নিয়ে কিছু কম ট্রোল হয়নি। নেটপাড়ার একাংশের দাবি ছিল, বাঘাযতীনের মুখ সকলেই চেনেন, স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে রূপ সকলের মনে গেঁথে রয়েছে ত🏅ার সঙ্গে যে দেবের এই ছবির পোস্টারের কোনও মিলই নেই। তবে আবার অনেকেরই ছবির পোস্টার বেশ পছন্দ হয়েছিল। দেব অনুরাগীরা জানিয়েছিলেন, তাঁরা বাঘাযতীন মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে কী কারণে দেবের এমন লুক, তার উত্তর ছবি মুক্তির পরই মিলবে।
এদিকে জানা গিয়েছেন, 'বাঘাযতীন' ছবিতে স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী হিসাবে দেখা যাবে নবাগতা সৃজা দত্তকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন🔴 সুদীপ্তা চক্রবর্তী। ছবির শ্যুটিং হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশার বুড়িবালামের জঙ্গলে। জিতের চেঙ্গিজের পথে হেঁটে বাংলা ছাড়াও হিন্দিতেও মুক্তি পাবে দেবের 'বাঘাযতীন'। তবে এই ছবি দেখতে হলে ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।