বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক হলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়🌠। তিনি বরাবরই একটু অন্য ধাঁচের ছবি তৈরি করতে পছন্দ করেন। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর লাভ সেক্স অউর ধোঁকা ২ ছবিটি। তার আগে তিনি একটি সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কথা বললেন।
সুশান্তের মৃত্যু নিয়ে কী বললেন দিবাকর?
দিবাকর বন্দ্যোপাধ্যায় ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছিলেন। 🔜সম্প্রতি তবে নতুন ছবি মুক্তির আগে সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক꧂্ষাৎকারে সুশান্তের প্রসঙ্গ উঠতেই তিনি অভিনেতার মৃত্যুর কভারেজ নিয়ে কথা বলেন।
আরও পড়ুন: বরের উপর রীতিমত ছড়ি ঘোরান সুরা! আরবাজ বললেন, 'যবে থেকে ﷺপ্রেমে পড়েছি তবে থেকেই...'
তিনি এদিন একদিকে যেমন সুশান্তের প্রশংসা করেন তেমনই তাঁর মৃত্যুর পর যে কনস্পিরেসি থিওরিগুলো খাড়া করা হয়েছিল সেগুলো নিয়েও কথা বলেন। পরিচালক এদিন বলেন, 'ও যখন চলে গেল, তখন ওকে নিয়ে অনেক খবর দেখবি হচ্ছিল। আমি এসবের থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আমি সব শুনছিলাম কিন্তু কেউ বলছিলে🐻ন না যে একজন অল্প বয়সী অভিনেতা চলে গেল। ওকে নিয়ে বা ওর আশপাশে যাঁরা ছিলেন কেউ শোক পালন করেনি। খালি দেখছিলাম মানুষ কীভাবে ওর বিয়ে গসিপ খুঁ🌳জছিল। তাই আমি ওই পরিস্থিতি থেকে সম্পূর্ণ সরে গিয়েছিলাম।'
দিবাকর এদিন আরও বলেন, 'কেউ বলছিল না যে আমরা সুশান্🔥তকে নিয়ে করছি। কেউ এটা বলছিল না যে ও বলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তথাকথিত বহিরাগত হওয়া সত্বেও কীভাবে টিভি এবং ছবিতে কাজ করেছে। সಌবাই ড্রাগস, মার্ডার এসব নিয়ে নিজের মতো তথ্য খাড়া করতে ব্যস্ত ছিল।'
আরও পড়ুন: পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফু✅লকি'র 𝔉দিদার
আরও পড়ুন: দুই বছরে দুটো প্রেম,🧸 মাকে ไদেওয়া কথা রাখতে পরে অমিতকে বিয়ে, ডালমিতার গল্প শুনে হেসে খুন রচনা
প্রসঙ্গত দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ছবিতে নাম ভূমিকায় ছিলেন সুশান্ত। তাহ সঙ্গে সেখানে আনন্দ তিওয়ারি, নীরজ কবি, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ ছিলেন। এই ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে বানানো গিয়েছিল। আগামীতে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত লাভ সেক্স অউর ধোঁকা ২। এটির প্রযোজনা করেছে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে এই⛄ ছবিটি।