গান দিয়🍬ে নয়, গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ এবার ভালোবাসা দিয়ে জিতে নিলেন ভক🐭্তের 'দিল'। গায়ক বর্তমানে ভারতে তাঁর ‘দিল-লুমিনাতি’ সফর করছেন, তাঁর পরবর্তী গন্তব্য কলকাতা। ৩০ নভেম্বর কলকাতায় তাঁর কনসার্ট রয়েছে। কিন্তু এই কনসার্টের আগে এক ভক্ত তাঁর কাছে কলকাতার শোয়ের পাস চেয়ে বসেছিলেন। তারপর দিলজিৎ যা করেন তাতে তিনি নতুন করে সকলের 'দিল' দখল করে নেন।
বিনামূল্যে টিকিটের জন্য ভক্তদের অনুরোধে কী প্রতিক্রিয়া দিলজিতের?
বৃহস্পতিবার মনিন্দর সিং সোখি নামে এক ভক্ত তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘@diljitdosanjh ভাজি ꦬ(হাত জোড় করা ইমোজি) আমি বহু বছর ধরে চাইছিলাম যে আপনার শোটি কলকাতায় হোক কিন্তু এখন যখন এটা হতে চলেছে তখন আমি টিকিট পাইনি। কারণ এক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে (কান্নার মুখের ইমোজি)। দয়া করে আমি কি ৩০ নভেম্বর আপনার কলকাতা কনসার্টের জন্য দুটি টিকিট পেতে পারি (আমার এবং আমার বোনের জন্য)…’
আরও পড়ুন: জাত🧸পাত তুলে ‘কটাক্ষ’ করেন🐲 রাজ কাপুর? এতদিন পর মুখ খুললেন জারিনা ওয়াহাব
এই পোস্ট দেখেই জবাব দেন দিলজিৎ। তিনি লেখেন, ‘ডꦓান মনিন্দর (চেক মার্ক ইমোজি)।’ সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লেখেন, ‘তোমার মন খুব বড়।’ অন্য একজন লিখেছেন, ‘অভিনন্দন মনিন্♑দর, তুমি ভাগ্যবান ভক্ত।’ আর একজন এক্স ব্যবহারকারী রসিকতা করে লেখেন, ‘আপনি কী শুরু করেছেন সে সম্পর্কে আপনার কোনও ধারণা নেই।’
তবে এই প্রথমবার নয়, এর আগেও আরও এক ভক্তের জন্য এমনটা করেছিলেন দিলজিৎ। গত মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শো করেছিলেন তিনি। ই💝নস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এক তরুণ ভক্ত দিলজিৎকে আরও জোরে গান গাইতে বলেন যাতে তিনি স্টেডিয়াম থেকে কিছুটা দূরে তার বাড়ি থেকে গায়কের গান শুনতে পারেন। গায়ক তখন তাঁকে অনুষ্ঠানস্থলে আসতে বলেছিলেন এবং তারপরে তিনি ওই ভক্ত ও তাঁর পরিবারকে তাঁর শোয়ের টিকিট দিয়েছিলেন।
দিলজিতের ভারত সফর সম্পর্কে
দিলজিৎ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডসের মতো দেশগুল𝓀িতে বিশ্বজুড়ে সকলকে তাঁর গান দিয়ে আনন্দ দিয়েছেন। তবে কেবল বিদেশে নয় দেশে তাঁর ভক্তের সংখ্যা বিপুল, তাঁরাও দিলজিতের কনসার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাই বিদেশের মাটিতে তাঁর সুরের জাদু ছড়িয়ে দেওয়ার পর তিনি নয়াদিল্লি থেকে তাঁর ‘দিল-লুমিনাতি ট্যুর ২০২৪' -এর ভারত পর্ব শুরু করেছিলেন। ইতিমধ্যেই তিনি জয়পুর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনউ এবং পুনেতেও কনসার্ট করেছেন। দিলজিতের পরবর্তী শো কলকাতাতে। সেখানেও সমান উদ্দীপনা নিয়ে, একই উৎসাহের সঙ্গে তাঁর ভক্তরা অপেক্ষা করছেন। ৩০ নভেম্বর তিনি কলকাতায় শো করবেন। বছর শেষে আগামী ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠান করে তিনি তাঁর ♒ভারত সফর শেষ করবেন।