স্বামীর সঙ্গে ইউরোপে বেড়াতে গিয়ে বিপাকে অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। পাসপোর্ট সহ চুরি গেল ১০ 🍷লক্ষ টাকার জিনিস। পাসপোর্ট, মানিব্যাগ সহ বেড়াতে গিয়ে কেনাকাটার সমস্ত জিনিসই চুরি গিয়েছে বলে খবর। অর্থাৎ বেড়াতে যাওয়ার আনন্দ নিমেষে দুঃস্বপ্নে পরিণত হয়েছে দিব্যাঙ্কার কাছে। ছিনতাই-এর ঘটনা নিয়ে নিজেই টা﷽ইমস অফ ইন্ডিয়ার কাছে মুখ খুলেছেন দিব্যাঙ্কার স্বামী বিবেক দহিয়া।
ঠিক কী জানিয়েছেন বিবেক দহিয়া?
বিবেক জানিয়েছেন, ‘এই ট্রিপে আমাদের ▨সঙ্গে অনেক কিছুই অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমরা গতকালই (বুধবার) ফ্লোরেন্সে পৌঁছেছি , এখানে একদিনের জন্য থাকার পরিকল্পনা করেছিলাম। এখানে থাকার জন্য আমাদের পছন্দের একটা সম্পত্তি দেখতে গিয়েছিলাম। সেখানেই আমাদের সমস্ত জিনিসপত্র বাইরে পার্ক করে একটা গাড়িতে রেখেছিলাম। এরপর যখন আমরা আমাদের জিনিসপত্র নিতে ফিরে গিয়ে আমরা অবাক হয়ে যাই। দেখি গাড়িটি ভꦓেঙে গিয়েছে। আমাদের পাসপোর্ট, মানিব্যাগ, টাকা সহ কেনাকাটার সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও। সৌভাগ্যবশত, ওরা আমাদের কিছু পুরানো জামাকাপড় এবং খাদ্য সামগ্রী রেখে গিয়েছিল।’
দিব্যাঙ্কা-বিবেক আরও জানিয়েছেন, তাঁরা এই চুরির ঘটনায় স্থানীয় পুলিশের কাছে গিয়েও কোনও সাহায্য পাননি। তাঁরা তাঁদের অভিযোগ খারিজ করে দি🐻য়ে বলেছেন যে নির্দিষ্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকলে তাঁরা এবিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না। তাই দিব্যাঙ্কা ও বিবেক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন, তবে দুর্ভাগ্যবশত সেটাও সেদিন ততক্ষণে সেদিনের বন্ধ হয়🌳ে গিয়েছিল।
দিব্যাঙ্কা-বিবেক জানিয়েছেন, তাঁরা এই মুহূর্তে ফ্লোরেন্সের কাছে একটা ছোট শহরে রয়েছেন। তবে এক্ষেত্রে হোটেলের কর্মীরা তাঁদের সাহায🥀্য করছেন। তাঁরা কোনোও নগদ টাকা ছাড়াই সেখানে আটকে আছেಞন। তাই জরুরি ভিত্তিতে দূতাবাসের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী।
তাঁদের কথায়, ‘আমাদের অস্থায়ী পাসপোর্ট এবং ভারতে ফিরে যাওয়ার জন্য দূতাবাসের সাহায্য প্রয়োজন, কারণ আমাদেরꦇ সঙ্গে কিছুই নেই’।
এদিকে কিছুদিন আগেও ইউরোপ ট্রিপ থেকে বেড়ানো সুন্দর সুন্দর ছবꦦি পোস্ট করছিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি।