বাংলার মহারাজ তিনি। ক্রিকেট পিচে ছয় মারলে বা চার মারলেই, গর্বে বুক ফুলত বাঙালির। তিনি সেঞ্চুরি করা মানেই, গোটা বাংলায় ছিল আনন্দের জোয়ার। ক্রিকেটের মাঠে এখন আর ব্যাট হাতে না নামলেও, মানুষের মনে পাকাপোক্ট জায়গা করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতো একই ভালোবাসা সবার থেকে পায় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা। রবিবার ক্রিকেটার স্বামীর সঙ্গে 🀅একটি রোম্যান্টিক ছবি পোস্ট করলেন নৃত😼্যশিল্পী ডোনা। যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
ক্যাপশনে ডোনা জানালেন, এই বি꧒শেষ মুহূর্ত এসেছে এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ফাঁকে। ছবিতে দেখা গেল সৌরভের গায়ে কালো শার্ট, চোখে রিমলেস চশমা, মুখে হাসি। আর ডোনা পরে আছেন একটি সালোয়ার।🌟 খোলা চুল। দুজনের চোখই একে-অপরের উপর। হারিয়েছেন একে অপরেতে।
আরও পড়ুন: পুজোর ছবি ঘোষণা করলেন দেব! খাদা🉐ন না টেক্কা, আসছে কোনটাౠ?
ডোনা এই ছবিটি শেয়া𒉰র করে নিতেই তাতে কমেন্টের বন্যা। একজন লিখলেন, ‘ফরেভার-ওয়ালা কাপল’। অপরজনের মন্তব্য, ‘লিখুন না ক্যাপশনে শ্যুটিং উইথ বর’। তৃতীয়জন লিখলেন, ‘কী সুন্দর একটা ফ্রেম’।
আরও পড়ুন: ‘যাদের ছোট বাচ্চা, নিক্কো পার্ক আসবেন না’, ক্ষোভ সোমকের♛! কী জানাল কতৃপক্ষ
এখানেও ক্যাপশনে ‘বর’কে দাদা বলেই সম্বোধন করলেন ডোনা। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে খ🐎োলাখুলি কথা বলেন এই নিয়ে। তাঁকে বলতে শোনা যায়, যেহেতু সৌরভের সহ-খেলোয়াড় থেকে বাংলার মানুষ, অনুরাগীরা তাঁকে ‘দাদা’ বলে, তিনিও প্রকাশ্যে সেটাই বলেন। যেমন সৌরভ আবার বউয়ের নাম উঠলেই বলেন ‘ম্যাডাম’। তবে তিনি নাকি বাড়িতে বরকে ডাকেন ‘বাবা’ বলে। তাঁদের একমাত্র সন্তান সানার জন্মের পর থেকেই করে আসছেন এমনটা। এমনকী ডোনার নিজের বাবাও নাকি মাঝেমধ্যে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, মেয়ে তাঁকে ডাকছে না🔯 তাঁর জামাইকে।
আরও পড়ুন: ১০০ কোটি আয়! ‘দাদা বউদি বির🎶িয়ানি’ দোকানের রোজগার শুনে দাদাগিরিতে চোখ কপালে সৌরভের
সৌরভ আর ডোনার প্রেℱম, বাড়িতে গোপন করে বিয়ে, তারপর ঘটা করে রিসেপশনের গল্প, কারওরই আর অজানা নয়। তবে সেসব খুব জলদিই আসবে পর্দায়। বছর দুই আগেই নিজের বায়োপিকের ঘোষণা করে ফেলেছেন সৌরভ। তাতে আয়ুষ্মান খুরানার থাকার খবরও পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে কেরিয়ার যেমন থাকবে, তেমন ফোকাসে আসবে তাঁর ব্যক্তিগত সম্পর্কও। খুব গোপনে রাখা হয়েছে সবটাই। কিন্তু স🐬ৌরভ-অনুরাগীদের ধৈর্য যে আর বাধ মানছে না।
📖আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যস্ত রয়েছেন জি বাংলার রিয়েলিটি শো দাদ꧟াগিরির ১০ নম্বর সিজন নিয়ে। টিআরপি তালিকাতেও খুব ভালো ফল করছে এটি। তারকা থেকে খুদে প্রতিযোগী, সবার সঙ্গেই দাদার ইকুয়েশন বাঙালিকে টিভির সামনে বসায় শনি-রবি রাতে।