'আদিপুরুষ' মুক্তি নিয়ে উন্মদনার শেষ নেই। এই ছবি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান ঘটনার কথা সামনে আসছে। তা🔴রই মাঝে এক কাণ্ড ঘটিয়ে বসেছেন এক টুইটার ব্যবহারকারী। ‘আদিপুরুষ’-ছবি থেকে ‘বজরংবলী’র একটা স্ক্রিনশট শেয়ার করে পাশে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মুখ পাশে বসিয়ে ফেলেন। ক্যাপশানে লেখেন, 'জানতাম না একনাথ শিন্ডে আদিপুরুষে আছেন!' আর এই পোস্টের পরই উত্তর আসে সোজা থানে পুলিশের তরফে।
থানে পুলিশের তরফে ওই টুইটার ব্যবহারকারীর পোস্টের নিচে লেখা হয়♚, ‘আপনার সঙ্গে যোগাযোগের নম্বর ব্যক্তিগত মেসেজে শেয়ার করুন।’ তবে তাতে না থেমে ওই ব্যবহারকারী পাল্টা প্রশ্ন করেন, ‘কেন স্যার ব্যাপার কী?’ পরে থানে পুলিশের তরফে একটি নম্বর শেয়ার করে, সেখানে ফোন করতে বলা হয়। ইত🧸িমধ্যেই একনাথ শিন্ডেকে নিয়ে এধরনের টুইটের কারণে নেটপাড়াতেও সমালোচনার মুখে পড়েছেন ওই টুইটার ব্যবহারকারী।
এই ঘটনায় এক নেটিজেন লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীকে অপমান! এবার বুঝুন পুলিশের ঠেলা!’ কেউ আবার থানে পুলিশকে ট্যাগ করে লিখেছেন, ‘এটা মুখ্যমন্ত্রীর অপমান!’ কারোর মন্তব্য, ‘এটা এক্কেবারেই ঠিক করেননি।’ আবার কেউ একই ছবিতে অভিনꦕেতা আল্লু অর্জুনের সঙ্গে তুলনা করেছেন।
মহারাষ্ট্রের থানে হল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দুর্গ। ৯০ এর দশকের গꦬোড়ার দিকে কর্মজীবন শুরু করেন একনাথ শিন্ড🍨ে। প্রসঙ্গত, বজরংবলীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা দেবদত্ত নাগে।
এদিকে 'আদিপুরুষ'-এর নির্মাতারা দেশের সমস্ত হলে একটা করে আসন বজরংবলীর জন্য সংরক্ষিত রেখেℱছেন। নির্মাতাদের তরফে বলা হয়, ‘রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুম𒊎ানকে। মনে করা হয় রামায়ণ মঞ্চস্থ হলে হনুমানজি দেখতে আসেন। সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আর সেকারণেই এমন সিদ্ধান্ত।’