গোটা দেশব্যাপী ঝড় তুলেছে উইনডোজের ছবি 'বহুরূপী'। একইভাবে মুক্তির আগেই অল্লু অর্জুনের 'পুষ্পা-২' নিয়েও গোটা দেশে উত্তেজনা ছিল তুঙ্গে। আর ভারত থেকে শুধু এই দুটি ছবিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রতিবেশী বাংলাদেশে। তবে শোনা যাচ্ছে সেখানেই বিপত্তি। বাংলাদেশে আপাতত এই ♔দুটি ছবিরই মুক্তি আটকে রয়েছে।
কিন্তু কেন?
এবিষয়ে উইনডোজ প্রডোকশনের সঙ্গে Hindustan Times Bangla-র তরফে যোগাযোগ🦄 করা হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, 'এক দেশ থেকে আরেক দেশে মুক্তির বিষয়, তাই প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে। সে🐷টা মিটে গেলেই বহুরূপী বাংলাদেশেও মুক্তি পাবে। পুষ্পা-২ আর বহুরূপী এই দুটি ছবিরই সেদেশে মুক্তি পাওয়ার কথা। দুটিই একই কারণে আটকে রয়েছে। এছাড়া আর কোনও বিষয় নেই'।
শেষবার, গত ১৫ নভেম্বর উইনডোজ প্রডোকশনের তরফে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানানো হয়েছিল 'বহুরূপী' গোটা দেশ জুড়ে ১৫ কোটির ব্যবসা করেছে। গত ৮ নভেম্বর দুꦡর্গাপুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছিল এই ছবি। ১৭ নভেম্বর টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুসারে 'বহুরূপী'র এই মুহূর্তে ২৮টি শো অলমোস্ট ফুল, আর ১টি হাউস ফুল শো রয়েছে। অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া ‘যমালয়ে জীবন্ত ভানু’র ৩০টি শো অলমোস্ট ফুল ১টি শো হাউস ফুল।
আরও পড়ুন-সিনেমার প্রশ্নে হোঁচট খেলেন রাজনীতিবিদ, তবে🤡 রাজনৈতিক প্রশ্নে ১০০য় ১০০ অজয়-অক্ষয়
আরও পড়ুনꦡ-ফের খারাপ খবর, শ্যুটিং সেটে দুর্ঘটনা!সেটেই মৃত🐎্যু 'অনুপমা'র সহকারী চিত্রগ্রাহকের
অন্যদিকে গত ১৭ নভেম্বর রবিবার পাটনার গান্ধী ময়দানে ‘পুষ্পা টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হওয়ার খবর সামনে এসেছে। সেদিন এই অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানাকে এক ঝলক দেখার জন্য বহু দূর থেকে এসে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বের হয়ে যায়। একসময় তারকা যুগলকে একটিবার দেখতে সাউন্ড টাওয়ারের ওপরও উঠে পড়েন অনেকে। ভিড়ে পদপৃষ্ট হওয়ার উপক্রম হয়। অনেকেই ব্যারিকেট ভেঙে তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়া হলে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা, জুতো, চটি ছুড়তে থাকেন অনꩵেক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্য করতে বাধ্য হয়।
সূত্রের খ✤বর, একইভাবে বাংলাদেশের মানুষের মধ্যেও পুষ্পা-২ এবং বহুরূপী দেখার জন্য আলাদা করে আগ্রহ তৈরি হয়েছে। তাঁরাও ছবি দুটি দেখার অপেক্ষায় রয়েছেন।