গোটা দেশব্যাপী ঝড় তুলেছে উইনডোজের ছবি 'বহুরূপী'। একইভাবে মুক্তির আগেই অল্লু অর্জুনের 'পুষ্পা-২' নিয়⛦েও গোটা দেশে উত্তেজনা ছিল তুঙ্গে। আর ভারত থেকে শুধু এই দুটি ছবিরই মুক🌄্তি পাওয়ার কথা রয়েছে প্রতিবেশী বাংলাদেশে। তবে শোনা যাচ্ছে সেখানেই বিপত্তি। বাংলাদেশে আপাতত এই দুটি ছবিরই মুক্তি আটকে রয়েছে।
কিন্তু কেন?
এবিষয়ে উইনডোজ প্রডোকশনের সঙ্গে Hindustan Times Bangla-র তরফে যোগাযোগ করা হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, 'এক দেশ থেকে আরেক দেশে মুক্তির বিষয়, তাই প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে। সেটা মিটে গেলেই বহুরূপী বাংলাদেশেও মুক্তিꦗ পাবে। পুষ্পা-২ আর বহুরূপী এই দুটি ছবিরই সেদেশে মুক্তি পাওয়ার কথা। দুটিই একই কারণে আটকে রয়েছে। এছাড়া আর কোনও বিষয় নেই'।
প্রসঙ্গত, এর আগে সাফল্যের জন্য পড়শি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছিল বহুরূপী। এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, 'বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ💟্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই🐻। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।' বাংলা ছবির জগতে এত বড় সাফল্যের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে বহুরূপীকে।
শেষবার, গত ১৫ নভেম্বর উইনডোজ প্রডোকশনের তরফে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানানো হয়েছিল 'বহুরূജপী' গোটা দেশ জুড়ে ১৫ কোটির ব্যবসা করেছে। গত ৮ নভেম্বর দুর্গাপুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছিল এই ছবি। ১৭ নভেম্বর টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুসারে 'বহুরূপী'র এই মুহূর্তে ২৮টি শো অলমোস্ট ফুল, আর ১টি হাউস ফুল শো রয়েছে। অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া ‘যমালয়ে জীবন্ত ভানু’র ৩০টি শো অলমোস্ট ফুল ১টি শো হাউস ফুল।
আরও পড়ু🉐ন-সিন🉐েমার প্রশ্নে হোঁচট খেলেন রাজনীতিবিদ, তবে রাজনৈতিক প্রশ্নে ১০০য় ১০০ অজয়-অক্ষয়
আরও পড়ুন-ফের খারাপ খবর, শ্যুটিং সেটে দুর্ঘটনা!সেটেই মৃত্যু 'অনুপমা'র সহকারী চিত🐽্রগ্রাহকের