এই পুজোয় মুক্তি পেয়েছিল তিন তিনটি বাংলা ছবি, 'বহুরূপী', 'টেক্কা' আর ‘শাস্ত্রী’। তবে এই তিনের 𝓀মধ্যে সকলকে টেক্কা দিয়েছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। নেহাতই 'টেক্কা' দেওয়া নয়, বাংলা ছবির বক্স অফিসে ইতিহাস গড়ে ফেলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্🍬দিতা রায়ের এই ছবি।
প্রয়োজনা সংস্থা উইনডোজ প্রোডাকশনের তরফে Hindustan Times Bangla-কে জানানো হচ্ছে, 'মাল্টিপ্লেক্সের যুগে সবচেয়ে বেশি আয়কারী বাংলা সিনেমা হল বহুরূপী। রাজ্যের বাইরে দেশব্যাপী এই ছবির আয় এখনও পর্যন্ত ৪. ২৭ 𝔍কোটি টাকা। এওখনও পর্যন্ত সাফল্যের সঙ্গে সিনেমা হলগুলিতে চলছে এই ছবি। বহুরূপী-র আগে জাতীয় মাল্টিপ্লেক্সে সবথেকে বেশিদিন চলা ছবি হল উইনডোজ প্রোডাকশনের ছবি বেলাশেষে। শুধু মাত্র কোয়েস্টের মাল্টিপ্লেক্সেই ২১৭ দিন ধরে চলেছিল বেলাশেষে।'
গত ৮ অক্টোবর মুক্তি পেয়ে♏ছে 'বহুরূপী'। মু𒐪ক্তির পর ইতিমধ্যেই চতুর্থ সপ্তাহে পা দিয়েছে এই ছবি।
আরও পড়ুন-হঠাৎই অসুস্থ রচনা বন্✨দ্যোপাধ্যায়, বাতিল সমস্ত অনুষ্ঠান, কী হয়েছে?
আরও𒆙 পড়ুন-‘কৌশানি ও আমি আর প্রেমিক-প্রেমিকা নই’, বলছেন𓄧 বনি! হঠাৎ কী আবার হল?