এক্স=প্রেম ছবির হাত ধরে তাঁর আত্মপ্রকাশ। ন♑া, পর্দার সামনে নꦏয়। নেপথ্যে আছেন তিনি। তবে তাঁর লেখা গানের কথায় মুগ্ধ আপামর বাঙালি। এবার সেই বারিশের জীবনেও কি তবে ‘ভালোবাসার মরশুম’ এল? তেমন গুঞ্জন রটতেই যোগাযোগ করা হলে হিন্দুস্তান টাইমস বাংলাকে কী জানালেন কবি তথা গীতিকার?
আরও পড়ুন: 'রান্না করে খাওয়াও...🉐' শ্যুটিংয়ের ফাঁকে ‘নতুন বউ’ সোনাক্ষীকে কড়া নির্দেশ মৌসুমীর! তারপর...
প্রেমে পড়া নিয়ে কী বললেন বারিশ?
বারিশকে এদিন ফোন করতেই হেসে গড়িয়ে পড়েন প্রশ্ন শুনে। তারপরই জানান, 'ব্যাপারটা 👍এটা একদমই নয়। ভুয়ো খবরও নয় আবার। আমি আসলে কোনও সম্পর্কে নেই। তবে, প্রেমে পড💝়েছি। আবার প্রেম করছিও না।' কী ঘেঁটে গেলেন তো পুরো?
ব্যাপারটা খোলসা করে তিনি এদিন আরও জানান, 'একটা অনুভূতি রয়েছে, সেটা থেকেই লেখাগুলো আসছে। আর এই লেখাগুল🌃ো নিয়েই বইমেলায় আমার একটা বই আসার কথা আছে। কিন্তু তাই বলে আমি এক বছর ধরে প্রেম করছি না। একতরফা ভালো লাগা আছে। আমি আবেগপ্রবণ হয়ে এর আগেও বহু সময় বহু লেখা লিখেছি, কখনও আঁকার দিদিমণি সিরিজ, কখনও পাহাড় নিয়ে। এটাও তেমন। আমাদের মধ্যে বন্ধুত্বই আছে কেবল। তার বেশি কিছু নয়।' ফলে বারিশের কথা থেকে এটুকু স্পষ্ট তিনি 'সম্পর্কে নেই, কিন্তু প্রেমে আছেন।'
প্রসঙ্গত বারিশ সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখার জন্যই দারুণ জনপ্রিয়। তাঁর কাপলেট নেটনাগরিকদের মুখে থুড়ি পোস্ট,🌸 ছবির ক্যাপশনে ক্যাপশনে ঘোরে। একই সঙ্গে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এক্স=প্রেম ছবি দিয়ে লিরিসিস্ট হিসেবে সফর শুরু করলেও, ইতিমধ্যেই একাধিক ছবিতে কাজ করেছেন। সদ্যই টেক্কা ছবিতে তাঁর লেখা তাসের দেশ গানটি বিশাল হিট হয়েছে। আগামীতে আড্ডাটাইমসের সিরিজ সহ হওয়া বদল ২ ছবিতে তাঁর লেখা গান থাকবে। এছাড়াও ২০২৫ সালের বইমেলায় আসবে তাঁর নতুন বই 'একে একে দুই'। আপাতত তাতেই তিনি মন দিয়েছেন।