﷽ নাহ অনুমতি মিলল না। এদেশে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’। পাক অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি ছবি 'দ্য লিজেন্ড অফ মওলা জাট, ২ অক্টোবর এদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নাহ, শেষ পর্যন্ত এই পাক ছবিতে এদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়া হল না।
ಞযদি ফাওয়াদ-মাহিরা অভিনীত ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ এদেশে মুক্তি পেত, তাহলে প্রায় ১ দশক পর কোনও পাকিস্তানি ছবি এদেশে মুক্তি পেত। আর সেক্ষেত্রে জি স্টুডিয়োকে এই ছবি এদেশে প্রদর্শনের জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে বন্টনের দায়ভার দেওয়া হয়েছিল। তবে নাহ, শেষ পর্যন্ত এটা ঘটছে না। আর এই পাক ছবিকে এদেশে মুক্তি না দেওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে পাকিস্তানেও ভারতীয় ছবি দেখানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজও বন্ধ রয়েছে।
🧜‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ২০২২ সালের ছবি। যদিও সেসময় ছবিটি সেসময় এদেশে মুক্তি পায়নি। কিছুদিন আগে এই পাকিস্তানি ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন, ‘দুই বছর পার করেও দ্য লিজেন্ড অফ মওলা জাট-কে এখনও থামানো যাচ্ছে না! ২রা অক্টোবর ২০২৪ থেকে ভারতেও বড় পর্দায় এই মহাকাব্যিক কাহিনীর সাক্ষী থাকুন।’ তবে নাহ, তেমনটা ঘটছে না।
꧂প্রসঙ্গত পাকিস্তানি এই ছবির মুক্তির বিরোধিতা করেছিল এদেশের বহু রাজনৈতিক দল। এর আগে মহারাষ্ট্র তথা মুম্বইতেও পাক ছবির মুক্তি নিয়ে কড়া সতর্কতা জারি করেছিল এমএনএস প্রধান রাজ ঠাকরে। সাফ জানিয়েছিলেন, ‘আমাদের উচিত সময়োপযোগী পদক্ষেপ নেওয়া। এটা দেখা যে এই সিনেমাটি আমাদের দেশে যেন মুক্তি না পায়। এটা ভুলে গেলে চলবে না যে থিয়েটার মালিকরা মারাঠি ছবির থিয়েটারে ঢুকতে দিতে অনিচ্ছুক তাঁরা যদি পাকিস্তানি সিনেমাকে এই ভূখণ্ডে প্রবেশ করতে দেয়, তাহলে তার মূল্য চোকাতে হবে।’
🐟প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ পাকিস্তানে মুক্তি পায়। এটা তখন থেকে দক্ষিণ এশিয়ার সিনেমায় একটা যুগান্তকারী সিনেমা হিসাবে সমাদৃত হয়েছিল। এই ছবি পাকিস্তান ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই একটা বড় সাফল্য পেয়েছিল। এই ছবিটি এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী পাকিস্তানি এবং পাঞ্জাবি ভাষার ছবি হিসাবে নিজের রেকর্ডটি ধরে রেখেছে। এই পাক ছবিতে অভিনয় করেছেন, ফাওয়াদ খান, মাহিরা খান, হামজা আলি আব্বাসি এবং হুমাইমা মালিক।