তারকাদের প্রেমের গল্প, অনেক সময়ই হতবাক করে ভক্তদের। সিনেমার মতোই যেন উত্তেজক, মিষ্টি কাহিনি জুড়ে থাকে সেগুলোর পিছনে। এই দুই বলিউড তারকার গল্প একদম আলাদা। মেয়েটি ছেলেটর থেকে বয়সে ৮ বছরের বড়। এমনকী, হিন্দি ধারাবাহিকে ছেলেটির মায়ের চরিত্রে অভিনয় করেন। আর অবাক করা ব্যাপার হল, সেই ধারাবাহিকের সেটেই হয় ম দেওয়া-নেওয়া। আপাতত বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। আছে পুত্র সন্তানও।
এই দুই তারকা হলেন কিশ্বর মার্চেন্ট ও সুয়াশ রাই। দুজনের একসঙ্গে কাজ ছিল ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রচারিত সিরিয়াল 'পেয়ার কি ইয়ে এক কাহানি'। এখানেই সুয়াশের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল কিশ্বরকে। কেউ কখনো হয়তো ভাবেননি দর্শকরা যে, পরবর্তীতে তাঁরা প্রেম শুধু করবেন না, সংসারও বাঁধবেন।
আরও পড়ুন: মুছে দিলেন অন্তরঙ্গ ছবি, করলেন একে-অপরকে আনফলো! প্রেম ভাঙল রাজা-অনন্যার? বাড়ল জল্পনা
সম্প্রতি, দেবিনা বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট শো-তে এসে কিশ্বর জানান যে, প্রথমে সুয়াশের সঙ্গে বিয়েতে মত ছিল না পরিবারের। তিনি মুসলিম, ছেলে হিন্দু, এটা সমস্য়ার কারণ হয়নি। বরং, সমস্যা হয়েছিল কিশ্বর বয়সে সুয়াশের থেকে ৮ বছরের বড় হওয়ার কারণে।
আরও পড়ুন: 'ব্রাহ্মণদের উপরে প্রস্রাব করি..', মন্তব্যে বিপাকে অনুরাগ! শেষমেশ চাইলেন নিঃশর্ত ক্ষমা
কিশ্বরকে বলেন, ‘আসলে আমি ওর চেয়ে বয়সে ৮ বছরের বড়। তাই একটা ছোট সমস্যা হয়েছিল আমার শাশুড়ির মেনে নিতে। আমি এখন মা হওয়ার পর বুঝতে পারি। আমার ছেলে হঠাৎ একদিন এসে বলল, মা আমি এই মেয়েকে বিয়ে করব, ও আমার চেয়ে বয়সে এত বড়। আমিও হয়তো এরকম ভাবেই অবক হব!’ তবে কিশ্বর আরও জানন যে, সুয়াশই বাড়িতে মা-বাবাকে রাজি করিয়েছিলেন। পরবর্তীতে আর এই নিয়ে কোনো সমস্যাও হয়নি।
আরও পড়ুন: কালার্সে আর আসবে না বিগ বস ও খতরো কে খিলাড়ি? কোন চ্য়ানেলে চলে যাচ্ছে? মাথায় হাত দর্শকের
করোনা লকডাউন চলাকালীন প্রথম সন্তানের জন্ম দেয় সুয়াশ আর কিশ্বর। ৪০ পেরিয়ে মা হন অভিনেত্রী। আপাতত মাতৃত্বকালীন বিরতিতে আছেন কিশ্বর। সুয়াশকে অবশ্য টিভি-ওয়েব সিরিজে দেখা যায় মাঝেমাঝেই।