যত দিন যাচ্ছে সানি দেওলের পক্ষে ততই যেন কঠিন হচ্ছে বক্স অফিসে টিকে থাকা। ১১ অগস🌊্ট মুক্তি পাওয়া ‘গদর ২’-এর মধ্যেই এন্ট্রি নিয়ে ফেলেছে ৫০০ কোটির ঘরে।🌳 তবে খুব সম্ভবত এবারে বিদায় জানানোর সময় এসেই গিয়েছে। পঞ্চম সোমবারে ছবির আয় হল ৭৫ লাখ।
গদর ২-এর বক্স অফিস রিপোর্ট:
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ষষ্ঠ সোমবারের ৭৫ লাখ আয় মিলিয়ে গদর ২-এর মোট আয় গিয়🎉ে দাঁড়াল ৫১৪ কোটি। এর মধ্যে সানি দেওল আর আমিশ💫া পাটেলের ছবি প্রথম সপ্তাহেই ঘরে তুলে নিয়েছিল ২৮৪.৬৩ কোটি। এরপর দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর আয় ছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৫.৩৫ কোটি। আর চতুর্থ সপ্তাহে তা কমে হয় ২৭.৫৫ কোটি।
আর পঞ্চম সপ্তাহে এসে জওয়ান হলে আসার পর থেকে সানির ছবিতে দর্শক হচ্ছে না বললেই চলে। শুক্রবার আয় ছিল ৯০ লাখ। শনিবারে ১.৩৫ কোটি, রবিবারে ১.৬০ কোটি, সোমবারে ৭৫ লাখ। আরও পড়ুন: শাহরুখ জ্বরে কাবু দেশ, ‘জওয়ান’ অপ⭕☂্রতিরোধ্য সোমবারেও! ৫ দিনে কত আয় অ্যাটলির ছবির?
সম্প্রতি এক সাক্ষাৎকারে জওয়ান আসার পর বক্স অফিসে ‘গদর ২’-এর আয়ে কোপ পড়া নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনিল শর্মা। তাঁকে বলতে শোনা যায়, ‘দুটি ছবিই কাজ করবে। দুটোই সমানভাবে উপভোগ করবে জনগণ। আমি নিজেই শাহরুখ খানের ফ্যান। পাঠান হলে গিয়ে দেখেছি। পাঠানের ট্রেলার আসার পর অনেকেই বলেছিল, খুব খারাপ ট্রেলার। আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। এখন জওয়ান সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য মুখিয়ে আছি। আমি জানি না ছবিটি সম্পর্কে ইন্ডাস্ট্রি কী বলবে, তবে আমি নিশ্চিত জওয়ান গণ-বিনোদন হতে চলেছে। এসআরকে-ভক্ত হিসেবে আমি অন্তত সিনেমাটা দেখতে হলে যাচ্ছিই যাচ্ছি। এটাও সুপারহিট হবে।’ আরও পড়ুন: শালবনিতে অবৈতনꦬিক বিদ্যালয় টিম মানবজিমনের! ‘বাংলা ছবি দর্শকের পাশে দাঁড়াল’: রাণা
এদিকে গদর ২-এর সাফল্যে উচ্ছ্বসিত সানি দেওল নিজেও। শোনা যাচ্ছে, পারিশ্রমিকও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন ধর্মেন্দ্র-পুত্র। ছবি পিছু ৫০ কোটি টাকা দর হাঁকছেন তিনি। যা নিয়ে সাফাই দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, ‘এটা তো প্রযোজকের সিদ্ধান্ত, ছবি🔯 কত আয় করবে সেটা ভেবে উনি পারিশ্রমিক ঠিক করেন। তবে আমি কারও বোঝা হতে চাই না।’ প্রসঙ্গত,🐓 খবর গদর ২-তে সানির পারিশ্রমিক ছিল ২০ কোটির কাছাকাছি।