গদর ২-এর বাজার এখন বেশ নড়বড়ে সে ব্যাপারে কোনও দ্বিধা নেই আর! তবে পঞ্চম সপ্তাহে এসে সেটা খুব স্বাভাবিকও। একসময় অনায়াসে যে ছবি ৩০-৪০ কোটি ঘরে তুলছিল একদিনে, বর্তমানে তা আয় করছে লাখের ঘরে। তবে থেমে নেই গদর ২। সামনের সপ্তাহান্তে শেষ চমক দিয়ে তবেই থামবে বলে বোধ হচ্ছে! sacnilk.com-এর রিপোর্ট বলছে পঞ্চম ব🍎ৃহস্পতিবারে গদর ২ আয় করল ০.৫০ কোটি।
১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২। যা ছিল ২০০১ সালের সিনেমা গদর-এর সিক্যুয়েল। সেই সময়ও বক্স অফিসে বেশ ভালোই ঝড় তুলেছিল গদর। ১৯৮৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে তারা সিং আর সাকিনার প্রেম দেখতে হলে ছুটেছিলেন হাজার হাজার দর্শক। গদর: এক প্রেম কথা-র সঙ্গে টক্কর হয়েছিল আমির খানেপর লগনের। অস্কারে যাওয়া ছবিখানাকে কিন্তু বক্স অফিসে মাত দিয়ে ওদেন সানি।
এরপর একই ইতিহাসের পুনরাবৃত্তি হল ২০২৩ সালে, ২২ বছর পরে। গদর ২-এর সঙ্গে বক্স অফিসে টক্কর দিল অক্ষয় কুমারের ওএমজি ২। গদরএ-র কাছে বেশ চাপই খেতে হল খিলাড়ির সিনেমাকে। যেখানে ওএমমজি ২-এর গাড়ি থেমে গেল ৫০০ কোটিতে, সেখানে গদর ২ কিন্তু ৫০০ কোটির ঘরে ঢুকে🦩 পড়েছে সেই কবেই।
গদর ২-এর বক্স অফিস রিপোর্ট:
১১ অগস্ট মুক্তির দিনে গদর ২ খাতা খুলেছিল ৪০ কোটি দিয়ে। সানি দেওল আর আমিশা পাটেলের ছবি প্রথম সপ্তাহেই ঘরে তুলে নিয়েছিল ২৮৪.৬৩ কোটি। এরপর দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর আয় ছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৫.৩৫ ক🌱োটি। আর চতুর্থ সপ্তাহে তা কমে হয় ২৭.৫৫ কোটি। তবে পঞ্চম সপ্তাহে এসে ব্যবসার অঙ্ক এক ধাক্কায় অনেকখানিই পড়ে যায় জওয়ান-এর কারণে। ৭ কোটির কাছাকাছি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এই সিনেমাকে। আর সব মিলিয়ে আয় গিয়ে দাঁড়াল ৫১৭.০৮ কোটি।
এখন দেখার আসছে শনি আর রবিতে আয় বাড়াতে পারে কি♒ না গদর ২। নাকি, খারাপ ব্যবসা করে হল মালিকদের বিরাগভাজন হয়ে টাটা বাই বাই করে দেয় সিনেমা হলকে।
এবার হয়তো গদর ২ আসবে ওটিটি-তে! হলে ব্যবসা কমে গেলেই যে সিনেমা দিয়ে দেওয়া হবে ওটিটি-তে তা আগেই আভাস দিয়ে রেখেছিলেন পরিচালক অনিল শর্মা। যদিও কোন 🌠প্ল্যাটফর্মের সঙ্গে কত টাকায় রফা হয়েছে তা এখনও সামনে আসেনি। এদিকে গদর ৩ বানানো নিয়েও ভাবছেন নির্মাতারা। একইসঙ্গে গদর ২-কে অস্কারের মঞ্চে পাঠানোর আগাম প্রস্তুতিও তাঁরা শুরু করে দিয়েছেন বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন অনিল। ෴;