সানি দেওল, আমিশা পাটেলের ‘গদর ২’ ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল এই সিনেমা। সেই সময়ও বক্স অফিসে রেকর্ড করেছিল গদর। একই দিনে মুক্তি পাওয়া আমির খানের ‘লগন’-কে আয়ের হিসেবে অনেক পিছনে ফেলে দিয়েছিল। একই খেল দেখাল ‘গদর ২’-ও। ১৯ নম্বর দিনে এসেও রাজত্ব করে চলল বক্স অফিস﷽ে। তৃতীয় মঙ্গলবারে ছবির আয় ৫.১০ কোটি।
অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তারা সিং-এর চরিত্রে দেখা মিলেছে সানি দেওলের। আর সাকিনার চরিত্রে আমিশা। প্রথম পার্টে ছিল দেশভাগের প্রেক্ষপট। যখন বউ সাকিনাকে ফিরিয়ে পাকিস্তানে ঢুকেছিল তারা। আর এবারের পার্টে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপট। তারা পাকিস্তানে যায় ছেলে জিতে-কে ফিরিয়ে আনতে। আরও পড়ুন: ঐন্দ্রিলা চলে 🍸যাওয়ার পর প্রথম রাখি! ‘বোনু দিন দিন সব আরও কঠিন হচ্ছে’, লিখল দিদি
তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে কামাল করছে সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমা। তৃতীয় শুক্রবারে আয় ছিল ৭.১ কোটি, শনিবারে ১৩.৭৫ কোটি, রবিবার ১৬.১ কোটি, সোমবার ৪.৬০ কোটি, মঙ্গলবার ৫.১০ কোটি। অর্থাৎ তৃতীয় সপ্তাহে এখনও পর🏅্যন্ত গদর ২-এর আয় ৪৬৫.৬৫ কোটি।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর আয় ছিল ২৮৪.৬৩ কোটি ও ১৩৪.৪৭ কোটি। আর সব মিলিয়ে ভারতের বাজারে ছবির আয় বর্তমানে ৪৬৫.৭৫ কোটি। আশা করা যাচ্ছে আগামী শুক্র-শনি-রবিবারের আয় মিলিয়ে গদর ২ ঢুকে যাবে ৫০০ কোটির ঘরে। আরও পড়ুন: প্রেমিক ঠকালে কী করবে সুহানা? অবাক করল শাহর🐈♎ুখ-কন্যার জবাব
বর্তমানে তৃতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি গদর ২। আগে আছে বাহুবলী আর পাঠান। অনেকেরই ধারণা, সানি দেওলের ছবি শাহরুখ খানের পাঠানকে টপকে অনায়াসে জায়গা দখল করে নেবে আয়ের ভিত্তিতে ১ নম্বর হিন্দি সিনেমার। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে কিং খান নিজেই। কারণ ৭ সেপ্টেম্বর আসছে জওয়ান। এখন থেকেই সেই ছবির প্রি বুকিং শুরু করে দিয়েছিল বেশ কিছু সিনেমা হল। মুম্বইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহ🌟ে ১১০০ টাকাতেও টিকিট বিক্রি হয়েছে। প্রি বুকিং উইন্ডো খোলার দু তিন ঘণ্টার মধ্যেই হাউজফুল। অর্থাৎ, ৭ সেপ্টেম্বরের পর ভাটা পড়বে গদর ২-এর টিকিট বি𒁃ক্রিতে। পাঠানের রেকর্ড ভাঙতে গেলে এখনও ৬০-৭০ কোটি আয় করতে হবে।