ছোটবেলায় বাবাক𓄧ে হারিয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। এই কষ্ট বুকে করে নিয়েই অনেকটা পথ হেঁটে ফেলেছেন অভিনেতা গৌরব। এখন তিনি টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ। ২৪ মার্চ, এই দিনটিতে প্রত্যেকবছরই বাবার উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন গৌরব। এবারও তার অন্যথা হল না।
বাবার উদ্দেশ্যে নিজের ফেসবুকের দেওয়ালে খোলা চিঠি উড়িয়ে দিয়েছেন গৌরব। লিখেছেন, ‘প্রিয় বাবা, তোমার জন্য রইল খোলা চিঠি। ৯ বছর কেটে গেছে…সময়ের সঙ্গে সঙ্গে ভাবনা, ইচ্ছে, শক্তি, মনোবল, সবকিছরই উন্নতিই হয়েছে…। হয়ত এটাও স্বাভাবিক দায়িত্ব, ইচ্ছে, স্বপ্ন, অনেক ভাঙাচোরা ঘরকেও দূর্গের মতো শক্তিশালী বানায় সময়ের ইচ্ছে অনুযায়ী…জীবনে অযথা প্লাস্টিক স্মাইলগুলো বন্ধ করে দিয়েছি, কারণ, তোমার বলা কথা আজ যে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে..। সত্যি বলো, আর প্রাণ দিয়ে আশা না করে কাজ করে যাও, দেখিস কেউ না কেউ তোকে রাস্তা বানিয়ে আগলে নেবে…মন খারাপ হয় বড্ড কম…শুধু একটু বড় হয়ে গেছে তোমার বাবন…। কোনও নেগেটিভ ভাবনা দেখলে আজ আমি তাড়া করি। একটা সময় এই নেগেটিভ কী হারে আমায় বিনা কারণে দূরে ঠেলে দিত সবকিছুতেই। তবে তুমি নিশ্চিন্তে থাকো তোমার গিন্নিও আছে তার মেজাজে। আর আমিও যুদ্ধ করতে করতে ৭ সমুদ্র ১২ নদী পার করে ফেলেছি, আর বাকি রইল শুধু ১ নদী, সেটার পারও যে দেখতে পেয়েছি। প্রথম প্রথম খুব দুঃখ অভিমান হত, আর দুর্বল লাগত, আজ সেটা আর লাগে না। বড্ড বাস্তববাদী, স্নেহ, ভালোবাসা নিয়ে চলি, অন্যকে প্রশ্রয় দিই⛄ না। তবে আমার সমস্ত যাত্রায় আমি জানি, তুমি নিরবে আছো হয়ত কোথাও বসে বলছ, আজ এই সিনটা ভালোই করলি, আহা এই সিনটাতে একটু বেশি রাগ দেখিয়ে দিলি, একটু কমাতে পারতি…হাহা। আমি আজও মিস করি আমার হাফ সোল-কে, that is you … Amar best friend …। বড্ড অভিভাবকদের মতো কথা বলছি জানি! কী করব, তোমার সুগুণ, ভাবনা যে তোমার ছেলে আজ আয়ত্ত করতে শিখে গেছে…ভালো থেকো, ভালো করো সবার। আর রইল বাকি আমি…এখনও অনেক গল্প লেখা যে বাকি…।’
আরও পড়ুন-'অনেক স্মৃতি, আমার൲ বিয়ের ওদু'দিন আগেও দাদা একটা বিজ্ঞাপনের জন্য ফোন করেছিলেন'
লম্বা একটি চিঠির সঙ্গে বাবার মৃত্যু বার্ষꦐিকীর রীতি পালনের একটুকরো ছবিও শেয়ার করেছেন গৌরব।
অভিনেতা গৌরব রায় চৌধুরী এই মুহূর্তে টেলিভিশন দুনিয়ায় বেশ পরিচিত মুখ। ‘শুভ দৃষ্টি’, 'তোমায় আমায় মিলে', ‘ত্রিনয়নী’, 'ওগো নিরুপমা', ‘পিলু’ সহ বহু ধারাবাহ🐎িকের নিয়মিত মুখ তিনি।