মণীশ পলের পডকাস্ট শো-তে এসে ভাগনে ক্রুষ্ণা অভিষেককে নিয়ে কথা বললেন গোবিন্দা। গত কয়েকবছ꧙র ধরেই এই দুজনের মধ্যে ঝামেলা একাধিকবার এসেছে খবরে। এমনকী এতে নাম জড়িয়ে গোবিন্দার স্ত্রী সুনীতা ও ক্রুষ্ণা-পত্নী কাশ্মীরার। এবার গোবিন্দাকে বলতে শোনা গেল, তিনি আরতি আর ক্রুষ্ণাকে সবসময়ই ক্ষমা করবেন। শুধু তিনি চান এই সম্পর্ককে যাতে পাবলিসিটির কারণে ব্যবহার করা না হয়।
এর আগে মণীশেরই পডকাস্টে এসে চোখের জল ফেলেছিলেন কমেডি নাইট উইথ কপিল-খ্যাত ক্রুষ্ণা। জানিয়েছিলেন, ‘চিচি মামা আমি তোমাকে খুব ভা🀅লোবাসি। খুব মিস করি তোমায়। আপনি কখনও মিডিয়ার কথায় বিশ্বাস করবেন না। আমি সবথেকে যা মিস করি, আমি চাই আমার বাচ্চারা আমার মামার সাথে খেলুক। আমি জানি মামাও আমাকে খুব মিস করে। সবসময় আমার কথা মনে🙈 করে।’
এবার গোবিন্দার কথাতেও ঝলকে উঠল ভাগ্নের প্রতি ভালোবাসা। মণীশের শো-তে জানালেন, ‘তুমি নিজে ঔদ্ধত্য কো বা তোমাকে দিয়ে করানো হোক,🌳 তা সে কোনও শো-র রাইটারই করাক, তোমার জন্য সবসময়ই ক্ষমা আছে। শুধু একটাই অনুরোধ সম্পর্ককে পাবলিসিটির অঙ্গ বানাবেন না। তবে এটা তো মণীশের সাক্ষাৎকার, এখানে কথা বললে প্রচারের অভিযোগ আসবে না।’
গোবিন্দা আরও বলেন ক্রুষ্ণা ও তাঁর বোন আরতির মা খুব কাছের ছিলেন তাঁর। ছোটবেলা থেকে যত্ন নিয়েছেন। নিজের হাতে করে খাইয়েছেন। বুকের উপর শুইয়ে ঘুম পাড়িয়েছেন। এই ভালোবাসা এখনও ভাষায় প্রকাশ 🍒করতে পারেন না গোবিন্দা। আর তাই বোনের এই দুই ছেলে-মেয়েকেও প্রাণ দিয়ে ভালোবাসেন।
বর্ষীয়ান অভিনেতা আরও জানান, ‘তোমরা ওই সুখ ভোগ করতে পারেননি। আমি চাই না আমার কোনও ব্যাবহারে তোমরা কষ্ট পাও। তুমি ভালো ছেল🐼ে, তোমার বোন আরতি খুব ভালো মেয়ে। তোমাদের জন্য সবসময়ই ক্ষমা। আমরা তো অভিনেতা জানি আমরা কী অভিনয় করছি। বা আমাদের দিয়ে কী করানো হচ্ছে। আমার ভগবানের কাছে প্রার্থনা যেন হিরোই থাকতে পারি। ভিলেন না হই। অনেক পরিশ্রম করো আর সফল হও। তꦓোমার সঙ্গে কোনও সমস্যা নেই আমার। ভালো থাকো। খুশি থাকো। আর ভালো করে কাজ করো।’
গোবন্দা ও ক্রুষ্ণার পরিবারের মধ্যে সমস্যা চলছে সেই ২০১৬ সাল থেকে। কাশ্মীরার একবার মিডিয়াকে বলা ‘টাকার⛄ জন্য নাচে’ গোবিন্দাকে উদ্দেশ্য করে বলা, মনে করেছিলেন সুনীতার। আর কাশ্মীরার রাগ হয় যখন তাঁর অসুস্থ দুই ছেলেকে দেখতে গোবিন্দার পরিবারের কেউ হাসপাতালে আসেনি। ‘দ্য কপিল শর্মা শো’তেও যতবার গোবিন্দা এসেছ൲েন বেশিরভাগ সময়ই গরহাজির ছিলেন ক্রুষ্ণা। এমনকী, সুনীতা তো বলেও দিয়েছেন, তিনি বেঁচে থাকতে এই ঝামেলা মিটবে না। তবে এবার আশা যায় ভুল বোঝাবুঝির এই মেঘ হয়তো এবার কাটবে।