২১ জুন বিশ্বজুড়ে পালিত হল বিশ্ব সঙ্গীত দিবস। আর এমন দিনে সৌরেন্দ্র সৌম্যজিৎ জুটি কোনও উপহার 💖দেবেন না হয়! তাঁদের উদ্যোগে ২১ জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল বিশ্ব সঙ্গীত দিবসের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বহু গুণীজন। মোট ১৪ জনের বেশি শিল্পী এদিন সুরে সুরে ভরিয়ে তুলেছিলেন প্রেক্ষাগৃহ। দর্শকরা সাক্ষী থেকেছেন এক অনন্য সন্ধ্যার।
গুলজার, শর্মিলা ঠাকুর, শ্বেতা মোহন, পণ্ডিত অজয় চক্রবর্তী, রূপম ইসলাম, রেখা ভরদ্বাজ, শ্রাবণী সেন, পাপন, অর্ণব, ইমন চক্রবর্তী, মোহিত চৌহান,ℱ হর্ষ নেওটিয়া, পার্বতী দাস বাউলের সঙ্গে ছিলেন সৌরেন্দ্র সৌম্যজিৎ। অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন বহু তারকারাই। রাজ চক্রবর্ত💞ী এদিন অনুষ্ঠানের একটা টুকরো ভিডিয়ো ক্লিপ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন।
বিশ্ব সঙ্গীত দিবসের অনুষ্ঠানে যতই অন্য গান, বিভিন্ন জায়গা ভাষার গান গাওয়া হোক না কেন বাঙালির কাছে সেই অনুষ্ঠান ততক্ষণ অসম্পূর্ণ থেকে যায় যতক্ষণ না সেখানে রবি ঠাকুর জুড়ছেন। প্রাণের রবি ঠাকুরকে সঙ্গে রেখেই আ♓নন্দলোকে মঙ্গলালোকে গানটি গাওয়া হয় এদিন। মঞ্চে উপস্থিত ছিলেন সমস্ত গায়করাই। তাঁরা একসঙ্গে এই গানের সুরে সুরে মঞ্চ ভরিয়ে তোলেন। শ্রোতারা মোবাইলের আলোয় জ্বেলে তাঁদের উৎসাহ জোগান। সবটা মিলিয়েই এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় এদিন।
এদিনের এই গানের একটি ছোট্ট ক্লিপ পোস্ট করে রাজ চক্রবর্তী ফেসবুকে লেখেন 'বিশ্ব সঙ্গীত দিবসে কবি প্রণাম। সুরের টানে মঞ্চে একত্রিত হয়েছিলেন গুণীজনেরা। গুলজার, শর্মিলা ঠাকুর, পণ্ডিত অজয় চক্রবর্তী, রেখা ভরদ্বাজ, পার্বতী বাউল, শোয়েতা মোহন, শ্রাবনী সেন, রূপম ইসলাম, পাপন, মোহিত চৌহান, হর্ষ নেওটিয়া, অর্ণব, ইমন চক্রবর্তীর কণ্ঠে ধরা দিল কবিগুরুর কালজয়ী সৃষ্টি। ধন্যবাদ সৌরেন্দ্র-সৌমজিৎকে যাঁরা এই সমস্ত গুণীজনদের একত্রিত করে অনুষ্🅰ঠ🌜ানটিকে প্রাণ দিয়েছেন।'
অনুষ্ঠানের পর ইমন চক্রবর্তী গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তাঁদের সঙ্গে ইমনের বেটার হাফ নীলাঞ্জন ঘোষকেও দেখা যায়। অভিনেত্রী𝓰 এদিন এই ছবি পোস্ট করে লেখেন, 'কোনও কোনওদিন স্বপ্নের মত লাগে।'